পাবনার চাটমোহরে কীটনাশক পানে রুবেল হোসেন (৩০) নামের এক যুবক ‘আত্মহত্যা’ করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার ফৈলজানার দিঘলিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। রুবেল উপজেলার ফৈলজানা ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা।
জানা গেছে, পরিবারের সবার অগোচরে ঘরে রাখা কীটনাশক খেয়ে রুবেল হোসেন অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এ ব্যাপারে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দীন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।