হোম > সারা দেশ > রাজশাহী

শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে জুতা পায়ে বিএনপি নেতা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জুতা পায়ে শহীদ মিনারে উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু। শহীদদের অসম্মানিত করায় তাঁর এমন কাণ্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি

কলেজের শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপি নেতা–কর্মীরা। এ সময় এই ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ২১ ফেব্রুয়ারি সকালে উপজেলা সদরে অবস্থিত শাহদৌলা সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনার বেদিতে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান উপজেলা ও পৌর বিএনপির নেতা-কর্মীরা। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পাকুড়িয়া ইউপি চেয়ারম্যান ফকরুল হাসান বাবলুকে জুতা পরা অবস্থায় শহীদ মিনার বেদিতে ফুল দিতে দেখা যায়। এ ঘটনার কিছুক্ষণ পরে শহীদ মিনারের বেদিতে জুতা পরে দাঁড়িয়ে থাকার তাঁর ছবি ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম নিন্দার ঝড় উঠেছে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু প্রথমে বিএনপি দলীয় প্রতিপক্ষ গ্রুপের কারসাজি দাবি করলেও, পরে অসাবধানতাবশত জুতা পায়ে শহীদ মিনারের বেদিতে উঠেছিলেন বলে জানান তিনি। 

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল বলেন, বিষয়টি ফেসবুকের মাধ্যমে জেনেছি। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। দলীয় ফোরামে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেব। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল