হোম > সারা দেশ > রাজশাহী

অনলাইনে লুঙ্গি কিনে টাকা শোধ না করায় একজনের কারাদণ্ড 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অনলাইনে লুঙ্গি কিনে টাকা শোধ না করার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রাজশাহীতে একজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় দেন। একই সঙ্গে তাকে আরও ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমজাদ হোসেন কিরন (৪৪), তিনি যশোর শহরের ঘোষপাড়া বিবি রোডের বাসিন্দা।

সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আজকের পত্রিকাকে বলেন, মামলার বাদীর নাম বুলবুল হোসেন। সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় তার বাড়ি। বুলবুল লুঙ্গি তৈরি করেন। ফেসবুকের (অনলাইন) মাধ্যমে তিনি লুঙ্গির অর্ডার নিয়ে বিভিন্ন স্থানে পাঠিয়েও থাকেন।

আসামি আমজাদ হোসেন ২০২০ সালের মে মাসে ফেসবুকের মাধ্যমে বুলবুলের সঙ্গে যোগাযোগ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিন লাখ ৩২ হাজার ২৮২ টাকার লুঙ্গি নিয়েছিলেন। কিন্তু তিনি মূল্য পরিশোধ না করে প্রতারণা করেন। এ অভিযোগে ওই বছরের ২৪ জুলাই বেলকুচি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন বুলবুল।

আদালতে বিচার চলাকালে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাই আদালত তাকে দুটি ধারায় এক বছর করে সশ্রম কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করেন। জরিমানার প্রতি পাঁচ লাখ টাকা পরিশোধ না করলে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। আর দুটি ধারার কারাদণ্ড একসঙ্গে চলবে বলে আদালত রায়ে উল্লেখ করেছেন।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার