হোম > সারা দেশ > রাজশাহী

শিশু অপহরণের ৭ দিন পর মোবাইলে মুক্তিপণের কল

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া উপজেলার এক শিশু সন্তান জুনাইদ (৩) ঢাকার আশুলিয়া থেকে অপহৃত হয়েছে। দীর্ঘ এক সপ্তাহ পর আজ শুক্রবার মুক্তিপণ চেয়ে শিশুটির বাবার কাছে অজ্ঞাত ব্যক্তির কল এসেছে বলে জানা গেছে। 

অপহরণের শিকার শিশু জুনাইদ সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের শাজাহান-রাশিদা দম্পতির ছেলে। 

জানা যায়, শাজাহান ও তাঁর স্ত্রী রাশিদা দম্পতি তাদের ৩ সন্তান-রাশিদুল, বায়েজিদ ও জুনাইদকে নিয়ে সাত-আট বছর আগে পাবনার সাঁথিয়া থেকে চাকরির উদ্দেশ্যে ঢাকার আশুলিয়ায় আসেন। এসে শাজাহান শ্রমিক ও রাশিদা খাতুন স্থানীয় ইয়ং ওয়ান নামের একটি পোশাক কারখানায় কাজ শুরু করেন। এরই মধ্যে গত ৮ এপ্রিল আশুলিয়ার ইউনিক দাদা ভাই মার্কেট সংলগ্ন বাসার গেটের বাইরে থেকে তাঁদের ৩ বছরের সন্তান জুনাইদ হারিয়ে যায়। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও জুনাইদকে না পেয়ে শাজাহান ওই দিনই আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। ঘটনার ৭ দিন পর আজ সকালে অজ্ঞাত ব্যক্তি শাজাহানের মোবাইল ফোনে কল দিয়ে ১ এক লাখ টাকা দাবি করেন। এ ঘটনায় সন্তানকে জীবিত উদ্ধারে পাগলপ্রায় হয়ে পড়েছেন শিশু জুনাইদের বাবা ও মা রাশিদা। 
 
শিশুটির বাবা শাজাহান বলেন, ‘আমার সুখের সংসারে সন্ত্রাসীরা হানা দিয়েছে। আমার সাথে এলাকার কারও খারাপ সম্পর্ক ছিল না। শুক্রবার সকাল থেকে ফোনে মুক্তিপণের জন্য অজ্ঞাত একজন টাকা দাবি করে আসছে।’ 

অভিযোগের দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আওয়াল হোসেন বলেন, ‘নিখোঁজ ডায়েরির পর থেকেই আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা করে যাচ্ছি। দেশের বিভিন্ন থানায় সন্ধান চেয়ে তথ্য পাঠানো হয়েছে।’ 

মোবাইল মুক্তিপণ দাবি করে কলের বিষয়ে এসআই বলেন, ‘টাউট বাটপারেরা দুর্বলতার সুযোগ নিয়ে শিশুটির বাবার কাছে টাকা চেয়ে থাকতে পারে।’ 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার