হোম > সারা দেশ > রাজশাহী

তাড়াশে মাদ্রাসাছাত্রকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেপ্তার ৫

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নিখোঁজের সাত দিন পর মারুফ হাসান (১২) নামের এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ র‍্যাব-১২-এর হেডকোয়ার্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের অধিনায়ক মো. মারুফ হোসেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হাশেম, রফিকুল ইসলাম, আল-আমিন, ওমর ফারুক ও কাউসার হোসেন। তাঁদের বাড়ি তাড়াশ উপজেলায়। নিহত মারুফ হাসান তাড়াশ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ঝুরঝুরি গ্রামের মোশারফ হোসেনের ছেলে।

র‍্যাবের অধিনায়ক বলেন, ৫ এপ্রিল দুপুরে মাদ্রাসাছাত্র মারুফ হাসান বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত সে বাড়ি ফিরে না এলে পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। মারুফ হাসানকে না পেয়ে তার বাবা মোশারফ হোসেন রাতে তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর র‍্যাব সদস্যরা মারুফ হাসানকে উদ্ধারে অভিযান চালায়। মারুফকে অপহরণ করা হয়েছে সন্দেহে তাড়াশ উপজেলার আবুল হাশেম, রফিকুল ইসলাম ও আল-আমিনকে গ্রেপ্তার করেন র‍্যাব সদস্যরা। জিজ্ঞাসাবাদ করা হলে তাঁরা অপহরণের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ বৃহস্পতিবার ভোরে তাড়াশ থানার ঝুরঝুরি বাজারের তালুকদার মার্কেটের পেছনের সেপটিক ট্যাংক থেকে ওই ছাত্রের লাশ উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। মাদ্রাসাছাত্রকে অপহরণ ও হত্যার কারণ খতিয়ে দেখছে র‍্যাব।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড