হোম > সারা দেশ > পাবনা

বেহাল সড়কে ভোগান্তি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল। ছবি: আজকের পত্রিকা

সাঁথিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল হয়ে আছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে এবং মাঠ থেকে ফসল আনতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সাথিয়া পৌর কর্তৃপক্ষ বরাবর কয়েকবার আবেদন করেও কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের কাজ করেছে ২০২৩ সালে। বাকি প্রায় ৫০০ গজ রাস্তার কাজ না করায় এই দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি আরসিসির কাজ করে এই দুর্গতি থেকে যেন অবসান করা হয়।

আব্দুল আলিম নামের এক বাসিন্দা বলেন, ‘সরকারি রাস্তাটি দিয়ে আমরা মাঠ থেকে ধান, গম, পেঁয়াজ, মরিচ, পাট আনা-নেওয়া করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি দিয়ে চলাচল করা কষ্ট হয়ে যায়। ২০২৩ সালে নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই করা হয়। বাকি প্রায় ৫০০ গজ রাস্তা করার জন্য মেয়র মাহবুবুল আলম বাচ্চু ২০২৪ সালে সার্ভেয়ার দ্বারা জরিপ করেন। ৫ আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে মেয়রেরও পতন ঘটে। ফলে রাস্তাটির আর কোনো কাজ হয়নি। আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছি। দ্রুত সময়ে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ করার দাবি জানিয়েছি।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, ‘আবেদন পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার