হোম > সারা দেশ > পাবনা

বেহাল সড়কে ভোগান্তি

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল। ছবি: আজকের পত্রিকা

সাঁথিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নতুন বাস টার্মিনাল থেকে আলাউদ্দিনের জমি পর্যন্ত সরকারি রাস্তাটি বেহাল হয়ে আছে। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে চলাচলের অযোগ্য হয়ে যায়। এতে এলাকাবাসীর চলাচলে এবং মাঠ থেকে ফসল আনতে সীমাহীন দুর্ভোগে পড়তে হয়। সাথিয়া পৌর কর্তৃপক্ষ বরাবর কয়েকবার আবেদন করেও কাঙ্ক্ষিত ফলাফল মেলেনি।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত রাস্তাটি আরসিসি ঢালাইয়ের কাজ করেছে ২০২৩ সালে। বাকি প্রায় ৫০০ গজ রাস্তার কাজ না করায় এই দুর্ভোগে পড়তে হয় এলাকাবাসীকে। তাদের দাবি, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি আরসিসির কাজ করে এই দুর্গতি থেকে যেন অবসান করা হয়।

আব্দুল আলিম নামের এক বাসিন্দা বলেন, ‘সরকারি রাস্তাটি দিয়ে আমরা মাঠ থেকে ধান, গম, পেঁয়াজ, মরিচ, পাট আনা-নেওয়া করি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটি দিয়ে চলাচল করা কষ্ট হয়ে যায়। ২০২৩ সালে নতুন বাস টার্মিনাল থেকে ইসহাকের বাড়ি পর্যন্ত আরসিসি ঢালাই করা হয়। বাকি প্রায় ৫০০ গজ রাস্তা করার জন্য মেয়র মাহবুবুল আলম বাচ্চু ২০২৪ সালে সার্ভেয়ার দ্বারা জরিপ করেন। ৫ আগস্ট সরকার পতনের সঙ্গে সঙ্গে মেয়রেরও পতন ঘটে। ফলে রাস্তাটির আর কোনো কাজ হয়নি। আমরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছি। দ্রুত সময়ে রাস্তাটির আরসিসি ঢালাইয়ের কাজ করার দাবি জানিয়েছি।’

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা বলেন, ‘আবেদন পেয়েছি। সরেজমিন তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন