হোম > সারা দেশ > বগুড়া

মাদক সেবন: আদমদীঘিতে যুবলীগ নেতাসহ ৫ জনের জেল-জরিমানা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদকসহ পাঁচজনকে বিভিন্ন মেয়াদে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার রাতে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ হোসেন।

অভিযুক্ত ব্যক্তিরা হলেন উপজেলার সান্তাহার পৌর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইয়ার্ড কলোনি মহল্লার বাসিন্দা শাহাবুদ্দিন কাঞ্চন (৪৩), নওগাঁর নতুন সাহাপুর এলাকার মানিক হোসেন (৩২), দোগাছী মধ্যপাড়া এলাকার মো. খুকু (৪৬), ফতেপুর এলাকার রাসেল রানা (২৭) ও একই এলাকার নাহিদ হাসান (২৪)।

এসব তথ্য জানিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের উপপরিদর্শক শামিমা আক্তার আজকের পত্রিকাকে বলেন, গতকাল রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য সেবনের সময় পাঁচজনকে আটক করা হয়। 

শামিমা আক্তার আরও বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাহাবুদ্দিন কাঞ্চনকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, মানিক হোসেনকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা, খুকুকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা, রাসেল রানাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, নাহিদ হোসেনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্তদের আজ সোমবার সকালে বগুড়া জেলা হাজতে পাঠানো হয়।

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড