বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোভ্যানে চার্জ দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে রঞ্জু মিয়া (৩২) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার সকাল ৯টার দিকে উপজেলার শ্যামগাঁতী গ্রামের তাঁর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। রঞ্জু মিয়া উপজেলার শ্যামগাঁতী গ্রামের আবু তাহেরের ছেলে।
উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
ইউপি সদস্য বলেন, রঞ্জু মিয়া অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আজ সকালে অটোভ্যানের ব্যাটারি চার্জ দেওয়ার সময় অসাবধানতা বসত বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান রঞ্জু মিয়া।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।