সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ট্রাকে থাকা মালামাল। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ রোববার সকাল ৬টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের পাচিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
স্টেশন অফিসার আরও বলেন, ‘ট্রাকের মধ্যে ট্রান্সপোর্ট এজেন্সির বই, জামা, প্যান্ট, রং, মবিলসহ বিভিন্ন মালামাল ছিল। মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা-ও জানা যায়নি। তদন্ত করে বলা হবে।’