হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে চলন্ত ট্রাকে আগুন, মালামাল পুড়ে ছাই

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে চলন্ত ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে ট্রাকে থাকা মালামাল। খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। 

আজ রোববার সকাল ৬টায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সিরাজগঞ্জের পাচিল বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আতাউর রহমান বলেন, ‘সকালে ঢাকা থেকে ট্রান্সপোর্ট এজেন্সির মালবাহী একটি ট্রাক বগুড়ায় যাচ্ছিল। ট্রাকটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে পাচিল বাজার এলাকায় পৌঁছালে চালক ট্রাকের মধ্যে আগুনের ধোঁয়া দেখতে পান। ট্রাকের চালক, হেলপার ও স্থানীয়রা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা।’ 

স্টেশন অফিসার আরও বলেন, ‘ট্রাকের মধ্যে ট্রান্সপোর্ট এজেন্সির বই, জামা, প্যান্ট, রং, মবিলসহ বিভিন্ন মালামাল ছিল। মবিল থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের ক্ষয়ক্ষতি নির্ণয় করা সম্ভব হয়নি। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা-ও জানা যায়নি। তদন্ত করে বলা হবে।’ 

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪