হোম > সারা দেশ > নওগাঁ

গ্রাম পুলিশের কাজে গতি আনবে বাইসাইকেল: খাদ্যমন্ত্রী 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলা পরিষদ মিলনায়তনে আজ বুধবার ‘আইনশৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা এবং সরকারি বরাদ্দপ্রাপ্ত বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে ৫৭ জন গ্রাম পুলিশের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়। 

অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, গ্রাম পুলিশ তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে থাকে। তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এ বাইসাইকেল গ্রাম পুলিশের কাজের গতি আনবে। 

সাধন চন্দ্র মজুমদার আরও বলেন, মাদক প্রতিরোধে গ্রাম পুলিশ প্রতিষ্ঠার পর থেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। মাদক কারবারিদের সঙ্গে আপস করলে সমাজ ধ্বংস হয়ে যাবে। এ সময় তিনি মানুষের কল্যাণে এবং সমাজ রক্ষায় গ্রাম পুলিশ সদস্যদের কাজ করার আহ্বান জানান। 

সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সাপাহার উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান হোসেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুজ্জামান সরকার। পরবর্তী সময়ে খাদ্যমন্ত্রী সাপাহার মুক্তমঞ্চে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার