হোম > সারা দেশ > নওগাঁ

মৃত আত্মীয়কে দেখতে যাওয়ার পথে নছিমন উল্টে স্বামী-স্ত্রী নিহত

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন উল্টে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ। 

নিহতরা হলেন দক্ষিণ লালপুর গ্রামের খায়েজ মোল্লার ছেলে চান্দু মোল্লা (৬২) ও তাঁর স্ত্রী আরবী বেগম (৪৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মৃত এক আত্মীয়কে দেখতে বৃহস্পতিবার সকালে নওগাঁয় যেতে নছিমনে চেপে আজিমনগর স্টেশনের দিকে রওনা দেন তাঁরা। পৌনে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে ঘন কুয়াশায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি। এতে ঘটনাস্থলেই চান্দু মোল্লা মারা যান। স্থানীয়রা আরবী বেগমকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। 

লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুরুজ্জামান শামীম বলেন, ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। হাসপাতালে আনার পর মৃত ঘোষণা করা হয়েছে। 

ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু বলেন, নিহতরা নওগাঁয় মৃত এক আত্মীয়কে দেখতে আজিমনগর স্টেশনের উদ্দেশে যাচ্ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটি (নছিমন) উল্টে তাঁদের মৃত্যু হয়। ওই গাড়িতে তাঁরা দুজনই যাত্রী ছিলেন।

লালপুর থানার ওসি নাছিম আহম্মেদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হচ্ছে। দুর্ঘটনার পর নছিমনচালক পালিয়ে গেছেন। পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়