হোম > সারা দেশ > রাজশাহী

ওএমএসের চাল নিতে এসে মহিলা কাউন্সলরের মার খেলেন নারী

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর পুঠিয়ায় পৌরসভার সংরক্ষিত আসনের মহিলা কাউন্সলর আইরিন পারভীন বিরুদ্ধে ওএমএসের চাল কিনতে আসা এক নারীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে পুঠিয়া রাজবাড়ী মাঠে এ ঘটনা ঘটে আহত ওই নারীর নাম আন্জুমান আরা বেগম (৪২)। তিনি রামজীবনপুর গ্রামের শফিকুল ইসলাম হাবলুর স্ত্রী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন। 

এ নিয়ে প্রত্যক্ষদর্শী ছালমা বেগম বলেন, ‘ওএমএস এর চাল তোলা নিয়ে মহিলা কাউন্সিলরের সঙ্গে ওই নারীর তর্ক শুরু হয়। একপর্যায়ে কাউন্সলর তাঁকে কিলঘুষি মারতে শুরু করেন। পরে ওই নারী মাটিতে পড়ে যায় এবং জ্ঞান হারিয়ে ফেলেন। বিষয়টি দেখে আরও কয়েকজন নারী তাঁকে হাসপাতালে নিয়ে যায়।’ 

এ ঘটনায় আহত আন্জুমান আরা বেগম বলেন, ‘আমার স্বামী অসুস্থ। সংসারের খরচ কিছু কমাতে ওএমএস এর চাউল কিনতে আসি। কিন্তু ওই কাউন্সিলর প্রতিদিন একাধিক নাম ব্যবহার করে চাউল তুলে নিয়ে যায়। আর লাইনে থাকা সাধারণ মানুষ চাউল পায় না। এ বিষয়টির প্রতিবাদ করলে ওই কাউন্সলর আমাকে মারধর করেন। একপর্যায়ে মাটিতে পড়ে গেলে সে আমার পেট ও বুকে লাথি মারে। এরপর আর কিছুই মনে নেই।’ 

এ নিয়ে অভিযুক্ত আইরিন পারভীন বলেন, ‘ওই মহিলার সঙ্গে আমার সুসম্পর্ক রয়েছে। তবে আজকে চাউল তোলার সময় তিনি আমাকে অশ্লীল ভাষায় গালি দেন। এ সময় আমি তাঁর মুখ চেপে ধরেছি মাত্র। তাঁকে কোনো মারধর করিনি।’ আর একাধিক ব্যক্তির নামে চাল তোলার বিষয়টি তিনি অস্বীকার করেন। 

পুঠিয়া থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন বলেন, ওএমএসের চাল নিয়ে মারামারি এমন কোনো অভিযোগ থানায় আসেনি।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার