হোম > সারা দেশ > রাজশাহী

‘জয়বাংলা বলেননি সংসদ সদস্য’, আ. লীগ কর্মীদের অনুষ্ঠান বর্জন 

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শিবগঞ্জে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে জয় বাংলা স্লোগান না দেওয়ায় অভিযোগ এনে বিজয় দিবসের অনুষ্ঠান বর্জন করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় এমএইচ কলেজ মাঠে আয়োজিত বিজয়ের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। 

স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে উপজেলা প্রশাসন বিজয় অনুষ্ঠানের আয়োজন করে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম সম্পা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। ওই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা ও সাধারণ সম্পাদক পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। অনুষ্ঠানে সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যানের বক্তব্যের পর হঠাৎ সভা বর্জন করেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। 

এ নিয়ে শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তা বলেন, ‘বিজয় দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ আসনের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ রিজু। বক্তব্যে তাঁরা কেউ জয় বাংলা বলেননি। তাই আমরা অনুষ্ঠান বর্জন করে বের হয়ে আসি। জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় এটা জাতীয় স্লোগান।’ 

এ ব্যাপারে শিবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু বলেন, ‘আমরা দেশকে মনে প্রাণে ভালোবাসি। হয়তো মিস হয়ে গেছে। এই স্লোগান আমাদের অন্তরে আছে। আর এমপি মহোদয় নিজেই বীর মুক্তিযোদ্ধা।’ 

এ নিয়ে জানতে মোবাইল ফোনে শিবগঞ্জের সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাকে একাধিকবার কল করা হয়। কিন্তু ফোন না ধরায় তাঁর কোনো মন্তব্য জানা যায়নি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল