হোম > সারা দেশ > নাটোর

নাটোরে নিষিদ্ধঘোষিত সাবেক ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

নাটোর প্রতিনিধি 

নাটোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়াকে গাছের সঙ্গে বেঁধে প্রথমে মারধর ও পরে কুপিয়ে জখম। ছবি: আজকের পত্রিকা

নাটোরে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ভুঁইয়াকে গাছের সঙ্গে বেঁধে মারপিটের অভিযোগ উঠেছে বিএনপির কর্মীদের বিরুদ্ধে। রাজশাহী থেকে নাটোরে ধরে এনে মামুনকে মারপিট করা হয়। এতে মামুন মুখমণ্ডল গুরুতর আঘাত পান। পরে তাঁকে নাটোর জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

আব্দুল্লাহ আল মামুন জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক আশরাফুল আলম ভুঁইয়ার ছোট ভাই ও লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান প্রয়াত আব্দুল বাতেন ভুঁইয়ার ছেলে। শনিবার (১৭ মে) রাত সাড়ে ৮টায় সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের আমিরগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।

নাটোর জেলা হাসপাতাল থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পথে আহত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মামুন জানান, শনিবার তিনি ব্যবসার কাজে রাজশাহী যান। তাঁর রাজশাহী যাওয়ার খবর পেয়ে নাটোরের বিএনপি কর্মী সজীব, শাহীন, রব মিয়াসহ বেশ কয়েকজন দুটি মাইক্রোবাসে তাঁকে জোরপূর্বক নাটোর সদরের আমিরগঞ্জ বাজারে আনেন। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে প্রথমে মারধর ও পরে কুপিয়ে জখম করেন।

আহত মামুন বলেন, ‘বিএনপির কর্মীরা আমাকে বাঁচাতে কাউকে এগিয়ে আসতে দেয়নি। সকালে চাঁদা না পাওয়ায় আমার এক চাচাতো ভাইকেও মারধর করে তারা’।

এ ঘটনায় বক্তব্য জানার জন্য চেষ্টা করেও অভিযুক্ত কারো সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোন দিলে কেউ ফোন রিসিভ করেনি।

জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ বলেন, `বিএনপির কোনো কর্মী এ ঘটনায় জড়িত নন। মামুনের পরিবার আওয়ামী লীগের আমলে দীর্ঘ সময় ওই এলাকায় মানুষকে ভয়ভীতি দেখিয়েছে এবং নির্যাতন করেছে বলে সেখানকার মানুষ তাদের ওপর ক্ষুব্ধ।’

নাটোর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুব্রত কুমার বলেন, ‘রাতে মামুন নামের রোগীকে ইমার্জেন্সিতে আনা হয়। হেড ইনজুরিসহ পায়ের দুই জায়গায় ক্ষতচিহ্ন রয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করি। তাঁর অবস্থা খুবই আশঙ্কাজনক ছিল।’

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এর মধ্যেই স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সদর হাসপাতাল নিয়ে গেলে তাঁকে রাজশাহীতে রেফার্ড করে। এরপর স্বজনেরা তাঁকে ঢাকার উদ্দেশে নিয়ে যায়।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার