হোম > সারা দেশ > নওগাঁ

পত্নীতলায় পিকআপ-ভটভটির সংঘর্ষে নিহত ১

­­­নওগাঁ প্রতিনিধি

দুমড়ে-মুচড়ে যাওয়া পিকআপ। ছবি: আজকের পত্রিকা

নওগাঁর পত্নীতলায় নজিপুর-বদলগাছী সড়কে পিকআপ ও ভটভটির সংঘর্ষে জসিম উদ্দিন (৩৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার খিরসিন মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম নেত্রকোনা জেলার বারহাট্টা উপজেলার চিচিড়কান্দা গ্রামের আলী উসমানের ছেলে। তিনি পিকআপটির চালক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নজিপুর থেকে আসা একটি পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়। খবর পেয়ে পত্নীতলা ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে চালক জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, সকাল থেকেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। খিরসিন মোড়ে রাস্তা পিচ্ছিল ছিল। এমন অবস্থায় উভয় যানবাহনই দ্রুতগতিতে চলছিল। হঠাৎ সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান বলেন, ‘দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, ‘সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।’

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা