সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের ১৫ দিন পর মুদিদোকানি রইচ ফকির (৫৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বিকেলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
নিহত রইচ ফকির শাহজাদপুর উপজেলার কাংলাকান্দা নতুনপাড়া গ্রামের ওমর আলী ফকিরের ছেলে।
পরিবার সূত্র জানায়, ৩ নভেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে নিখোঁজ হয় রইচ ফকির। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে শাহজাদপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ বিকেলে শাহজাদপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নলুয়া বটতলা এলাকার একটি ডোবা থেকে তাঁর গলিত লাশ উদ্ধার করে পুলিশ।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলী বলেন, রইচ ফকিরকে হত্যা করে লাশ খালের পানিতে ডুবিয়ে রাখা হয়েছিল। পানি কমে যাওয়ার কারণে লাশটি ভেসে ওঠে। লাশের ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার বিস্তারিত জানা যাবে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।