দিনাজপুরে পিকনিকের বাস তল্লাশি করে কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছয়টি বার্মিজ চাকু উদ্ধার করা হয়। আজ শুক্রবার বগুড়া গাবতলী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গাবতলী উপজেলার পীরগাছা বন্দরে পিকনিকের বাসটি তল্লাশি করে পুলিশ। বাস থেকে ৯ জনকে আটক করা হয়। এর মধ্যে ৭ জন কিশোর।
পুলিশ জানায়, গাবতলী উপজেলার আটাপাড়া বাজারে থেকে স্থানীয় কিশোররা বৃহস্পতিবার দিনাজপুরের স্বপ্নপুরী রিসোর্টে পিকনিকে যায়। সেখান থেকে ফেরার পথে কয়েকজন কিশোর বার্মিজ চাকু কিনে। গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থানা-পুলিশ বাসটি পীরগাছা বন্দরে থামিয়ে তল্লাশি করে। বাসে নারী, পুরুষ ছাড়াও বেশ কয়েকজন শিশু ছিল। আটকেরা অপরাধ সংঘটিত করার জন্য বার্মিজ চাকু কিনে হেফাজতে রাখে বলে স্বীকার করে এবং তারা কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানায় পুলিশ।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আটক ৯ জনের বিরুদ্ধে গাবতলী থানার এসআই আব্দুল কুদ্দুস বাদী হয়ে মামলা করেছেন। ৯ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৭ জন কিশোরকে শিশু বিষয়ক কর্মকর্তার তত্ত্বাবধানে রাখা হয়েছে এবং অপর দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’