হোম > সারা দেশ > রাজশাহী

ট্রেনের ধাক্কায় শিশুর মৃত্যু

লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন নামে ৪ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনের নিকট কেবিনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবেদা খাতুন (৪) গোপালপুর বাজার সংলগ্ন কেবিনপাড়া এলাকার দিনমজুর আবু হোসেনের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রেললাইনের পাশে বাড়ি হওয়ায় আবেদা খাতুন অসতর্কভাবে রেললাইন পার হয়ে বাড়ি ফিরছিল। খুলনা থেকে চিলাহাটিগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আবেদা খাতুন ঘটনাস্থলেই মারা যায়।

নিহতের বাবা দিনমজুর আবু হোসেন বলেন, আবেদা খাতুন তাঁর একমাত্র সন্তান। প্রতিদিন বাড়ির পাশে রেললাইনের ধারে সে খেলাধুলা করত। অসাবধানতাবশত ট্রেনের ধাক্কায় মেয়েটি চলে গেল।

আজিমনগর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুপুর ১২টা ২০ মিনিটের দিকে খুলনা থেকে চিলাহাটিগামী আন্তনগর রূপসা এক্সপ্রেস ট্রেনটি আজিমনগর স্টেশন অতিক্রম করে।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল চন্দ্র কর্মকার বলেন, দুর্ঘটনায় নিহত শিশু আবেদা খাতুনের মরদেহ পরিবারের লোকজন উদ্ধার করে নিয়ে গেছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুর রহমান বলেন, বিষয়টি তিনি শুনেছেন। এটি রেলওয়ের পুলিশের আওতায় হওয়ায় তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর