হোম > সারা দেশ > রাজশাহী

রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে: র‍্যাব মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন। আজ সোমবার দুপুরে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এ মন্তব্য করেন তিনি। 

এম খুরশীদ হোসেন বলেন, ‘মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ভুয়া পাসপোর্টে বিদেশেও পালিয়ে যাচ্ছে। র‍্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে।’ 

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘পাহাড়ে বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন রয়েছে। এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব প্রতিরোধ করা হবে। জঙ্গি সংগঠনগুলো এখন কোরআন ও হাদিসের মিথ্যা ব্যাখ্যা দিয়ে এবং সোশ্যাল মিডিয়া দিয়ে উঠতি বয়সী তরুণদের মগজ ধোলাই করছে।’ 

র‍্যাবের প্রধান আরও বলেন, ‘নির্বাচনের বছরে আন্দোলন হবে। সরকার-বিরোধী দল মাঠে থাকবে, এটা স্বাভাবিক। তবে আমরা গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে সঠিকভাবেই আইন মোতাবেক কাজ করব।’

এর আগে র‍্যাবের মহাপরিচালক কাশিয়াডাঙ্গা ও পার্শ্ববর্তী এলাকার এক হাজার নিম্নবিত্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। এ সময় র‍্যাব-৫, রাজশাহীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার