রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ হয়েছে। এ বছর এই ইউনিটে গড় পাসের হার ৩৮ দশমিক ৯ শতাংশ। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় ড. মোহাম্মদ কুদরত-ই-খুদা একাডেমিক ভবনে বিজ্ঞান অনুষদের সভাকক্ষে ফল প্রকাশ করা হয়।
সি ইউনিটের সমন্বয়ক এবং বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহেদ জামানের সভাপতিত্বে ফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
সি ইউনিটের সমন্বয়ক অধ্যাপক সাহেদ জামান বলেন, এ বছর এই ইউনিটের পরীক্ষায় ৩৮ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে গ্রুপ-১ এ পাসের হার ৪৪ দশমিক ৩১ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৭ দশমিক ৫৫। গ্রুপ-২ এ পাসের হার ৪২ দশমিক ৭৬ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৭৫। গ্রুপ-৩ এ পাসের হার ৩৫ দশমিক ৩৭, সর্বোচ্চ নম্বর ৮৪ দশমিক ০৫ এবং গ্রুপ-৪ পাসের হার ২৯ দশমিক ৯৭ শতাংশ, সর্বোচ্চ নম্বর ৮৩ দশমিক ৪০।