হোম > সারা দেশ > রাজশাহী

সেতু ভেঙে রড নিয়ে গেলেন ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ ব্যক্তি

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে আংশিক ভাঙা একটি সেতু পুরোটা ভেঙে রড নিয়ে গেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের ঘনিষ্ঠ এক ব্যক্তি। পরে তিনি সেতুর স্থান মাটি দিয়ে ভরাট করে দিয়েছেন। উপজেলার চান্দাই ইউনিয়নের গাড়ফা মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মোক্তার হোসেন নামের এক গ্রামবাসী বলেন, পাঁচ বছর আগে গাড়ফা লক্ষ্মীর মোড় থেকে সাতইল বিলে যাওয়ার জন্য মোক্তার হোসেনের বাড়ির পাশে একটি সেতু নির্মাণ করা হয়। কিছুদিন হলো সেই রাস্তা দিয়ে মাটিকাটার গাড়ি চলাচল করার কারণে সেতুর একপাশ ভেঙে যায়। গত শনিবার চেয়ারম্যানের ঘনিষ্ঠ শহিদুল ইসলাম লোকজন দিয়ে সেতুটি ভেঙে মাটি দিয়ে ভরাট করে দিয়ে রড নিয়ে গেছেন।

স্থানীয় মছের উদ্দিন ভূঁইয়া বলেন, কালভার্ট ভেঙে গেছে। মেরামত করবে বা পুনর্নির্মাণ করবে সরকার। শহিদুলের এ রকম করা কোনোভাবেই ঠিক হয়নি।

ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শহিদুল ইসলাম বলেন, কালভার্ট ভেঙে যাওয়ায় জনগণের দুর্ভোগের কথা চিন্তা করে সেখানে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। আর রড তাঁর হেফাজতে রয়েছে।

চান্দাই ইউপি চেয়ারম্যান শাহনাজ পারভিন বলেন, রডগুলো শহিদুলের হেফাজতে রয়েছে। পরবর্তী সময়ে এসব রড দিয়ে কাজ করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রাজশাহীর ২ আসন: বিএনপির বিদ্রোহীরা নির্বাচনী মাঠে, আশাবাদী জামায়াত

ভোটের আগে সীমান্তে সক্রিয় অস্ত্র কারবারিরা

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতাকে গুলি, আতঙ্কে বাজার ফাঁকা

বিপথগামীর জন্য কারাগার হবে সংশোধনাগার: আইজি প্রিজন

রুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিলেন ১৫ হাজার ৫৬৭ পরীক্ষার্থী

বিএনপির রাজশাহী বিভাগের ৮ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

জাপাকে প্রতীক দিলে রাজশাহীতে নির্বাচন হতে দেব না: এনসিপি নেতা

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত