হোম > সারা দেশ > রাজশাহী

নন্দীগ্রামে শীতের আগাম শাকসবজি চাষে বৃষ্টির বাগড়া

প্রতিনিধি, নন্দীগ্রাম (বগুড়া) 

বগুড়ার নন্দীগ্রামে শীতের আগাম শাকসবজি চাষে বৃষ্টির বাগড়ার কারণে হতাশ হয়ে পড়েছে কৃষকেরা। বেশ কিছু দিন ধরে কখনো থেমে থেমে আবার কখনো লাগাতার বৃষ্টি হচ্ছে এ উপজেলা জুড়ে। এ কারণে জমিতে পানি জমে নষ্ট হয়ে যাচ্ছে কৃষকদের কষ্টের শাকসবজি। খেতে পানি জমায় শাকসবজির গোড়ায় পচন রোগ দেখা দিয়েছে। 

এ ছাড়া ছত্রাক আক্রমণ করছে শাকসবজির চারায়। প্রতিরোধক হিসেবে কীটনাশক স্প্রে করেও ভালো ফলাফল পাচ্ছেন না কৃষকেরা। কীটনাশক স্প্রে করলেও বৃষ্টির পানিতে তা ধুয়ে যাচ্ছে। 

জানা যায়, এ উপজেলায় কম-বেশি প্রতিটি গ্রামের কৃষক শাকসবজির চাষ করলেও সবচেয়ে বেশি শাকসবজির চাষবাদ করেন হাটকড়ি, ত্রিমোহানী, ধুন্দার, কাথম, বাদলাশন ও বিজরুল এলাকার কৃষকেরা। এসব এলাকার কৃষকেরা আগাম শাকসবজি হিসেবে ফুলকপি, বাঁধাকপি, লালশাক, পালংশাক, মুলা, শিম, টমেটো, লাউ, বেগুন, বরবটি ও কাঁচা মরিচসহ বিভিন্ন ধরনের শাকসবজির চাষবাদ করেন। 

কৃষকেরা জানায়, দীর্ঘদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে জমির মাটি শুকাচ্ছে না। এ জন্য শাকসবজি খেতের মাঝে মাঝে কিছু চারা পচে নষ্ট হচ্ছে। চারাগাছে ছত্রাকের আক্রমণসহ দেখা দিয়েছে বিভিন্ন ধরনের রোগবালাই। 

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নন্দীগ্রাম উপজেলায় শীতকালীন শাকসবজি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০০ হেক্টর জমিতে। এবার বেশ কিছু জমিতে খরপি-২ মৌসুমে শীতের আগাম শাকসবজি চাষ করা হয়েছে। 

বাদলাশন গ্রামের কৃষক জাকির হোসেন বলেন, `আমি ৬ বিঘা জমিতে কাঁচা মরিচ, দেড় বিঘা জমিতে বেগুন ও দেড় বিঘা জমিতে বাঁধাকপির চাষ করেছি। আর ৩ বিঘা জমিতে ফুলকপি চাষ করব। বৃষ্টির কারণে জমি তৈরি করতে পারছি না। টানা বৃষ্টির কারণে সব খেতেই কিছু চারা নষ্ট হয়েছে।' 

হাটলাল গ্রামের কৃষক টুকু আলী আকন্দ জানান, লাগাতার বৃষ্টির কারণে শাকসবজির গোড়া শুকাচ্ছে না। এতে মাঝে মাঝে দুই-একটি চারাতে পচন ধরতে শুরু করেছে। সেই সঙ্গে পাতায় ছত্রাক আক্রমণ করছে। এ অবস্থা থাকলে ব্যাপক লোকসান হবে। 

উপজেলা কৃষি কর্মকর্তা আদনান বাবু বলেন, যে বৃষ্টি হচ্ছে তাতে সবজিচাষিদের খুব ক্ষতি হবে না। কৃষকদের জন্য পরামর্শ বৃষ্টি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে জমি থেকে পানি বেড় করে দিতে হবে। আর চারাগাছে ছত্রাকনাশক ছিটিয়ে দিতে হবে। নষ্ট হওয়া গাছ তুলে ফেলে ওই স্থানে নতুন করে গাছ লাগাতে হবে। 

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল