হোম > সারা দেশ > রাজশাহী

কাহালুতে আ. লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, বিএনপির ৫০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি

বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপির ৫০ জন নেতা-কর্মীর নামে মামলা দায়ের করা হয়েছে। এতে অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ২০০-৩০০ জনকে। মামলার পর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২০ নভেম্বর) বিশেষ ক্ষমতা আইনে মামলাটি দায়ের করেছেন উপজেলার পাইকড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছারোয়ার কাজী।

এর আগে গতকাল শনিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে পাইকড় ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনায় শিপন ও রতন নামে দুজন আহত হয়েছেন। শিপন কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং রতন শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে রতন গ্রেপ্তার হওয়া আসামি। আরকে আসামির নাম মন্টু। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ভাঙচুর এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা।

পাইকড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মিঠু চৌধুরী বলেন, ‘গত শুক্রবার (১৮ নভেম্বর) রাতে পাইকড় ইউনিয়নের আড়োলা বাজারে কর্মিসভা করতে চেয়েছিল স্থানীয় বিএনপি নেতা। এ সময় তাদের বাধা দেয় স্থানীয়রা। এ ঘটনা কেন্দ্র করে পরদিন আওয়ামী লীগ কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় বিএনপি-জামায়াতের তিন শতাধিক নেতা-কর্মী। তারা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর করে।’

কাহালু থানার বিএনপি সভাপতি ফরিদুর রহমান বলেন, ‘আগামী ৩ ডিসেম্বর রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিএনপি নেতা-কর্মীরা যেন যেতে না পারে সে জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীরা নিজেরাই এ ঘটনা ঘটিয়ে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে।’

কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমবার হোসেন বলেন, ‘এ ঘটনায় মামলা দায়েরের পর দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল