হোম > সারা দেশ > রাজশাহী

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

 নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ষষ্ঠ ও সপ্তম শ্রেণির নতুন কারিকুলাম বাতিলের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করে ‘সম্মিলিত শিক্ষা আন্দোলন’। মানববন্ধনে নতুন কারিকুলাম বাতিলের পাশাপাশি পরীক্ষা পদ্ধতি চালুসহ সাত দফা দাবি জানানো হয়েছে। 

আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে সংগঠনটির ব্যানারে শিক্ষার্থীদের অভিভাবকেরা এ কর্মসূচি পালন করেন। 

মানববন্ধনে বক্তারা বলেন, নতুন কারিকুলামে শিক্ষাব্যবস্থা ধ্বংস হয়ে যাবে। এখন ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে এই কারিকুলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে কোনো পরীক্ষা নেই। যেখানে পরীক্ষা নেই সেটা কিসের শিক্ষা? হাতে-কলমে শিক্ষার নামে ছাত্রদেরও রান্নার কাজ শেখানো হচ্ছে। ডিম ভাজি শেখানো হচ্ছে, ভাত রান্না করা শেখানো হচ্ছে, মুরগির গোশত রান্না করা শেখানো হচ্ছে। তাহলে কি ছাত্ররা লেখাপড়া বাদ দিয়া হোটেলে গিয়ে বাবুর্চির কাজ করবে? 

তারা বলেন, এই শিক্ষাব্যবস্থা বাতিল চেয়েছেন। নতুন শিক্ষা কারিকুলামে শিক্ষকেরা যে শিক্ষা স্কুলে দিচ্ছেন, বাড়িতে এসে বাবা-মা সে বিষয়ে কিছুই বুঝতে পারছে না। কাজেই এই শিক্ষাব্যবস্থায় ছাত্র-ছাত্রীরা মেধাশূন্য হচ্ছে। ছাত্র-ছাত্রীরা স্মার্টফোনে আসক্ত হচ্ছে, লেখাপড়ায় অমনোযোগী হচ্ছে। 

মানববন্ধন থেকে নতুন কারিকুলাম বাতিল, পরীক্ষা পদ্ধতি ফিরিয়ে আনা, ব্যবহারিক কাজ ক্লাসেই সম্পন্ন করা, শিক্ষার ব্যয় স্কুলকেই বহন করা, ত্রিভুজ, বৃত্ত, চতুর্ভুজ ইত্যাদি ইন্ডিকেটর বাতিল করে নম্বর ও গ্রেডভিত্তিক মূল্যায়ন পদ্ধতি রাখা; নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের মূল্যায়ন করতে না দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন শিক্ষার্থীদের অভিভাবকেরা। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন সম্মিলিত শিক্ষা আন্দোলনের আহ্বায়ক ওয়াইদুল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংগঠনটির সদস্য মামুনুর রশিদ, আব্দুল হাকিম, আকতার আলী, নাজমুল হক, পান্না বেগম, লাইলী বেগম, সুমাইয়া খাতুন প্রমুখ।

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়