হোম > সারা দেশ > নাটোর

৩০০ টাকায় ঘোড়ার মাংস, বিক্রি বন্ধের নির্দেশ

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

নাটোরের নলডাঙ্গায় আজ বৃহস্পতিবার ঘোড়া জবাই ও মাংস বিক্রি বন্ধে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম। ছবি: আজকের পত্রিকা

নাটোরের নলডাঙ্গায় ঘোড়া জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছেন এক ব্যবসায়ী। অপ্রচলিত এই মাংস বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

আজ বৃহস্পতিবার বিকেলে মাধনগর ইউনিয়নের ভট্টপাড়া গ্রামে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেদুয়ানুল হালিম। এ সময় তিনি ঘোড়ার মাংস বিক্রি বন্ধের নির্দেশ দেন।

আগের দিন গতকাল বুধবার সন্ধ্যায় নলডাঙ্গার ভট্টপাড়া গ্রামে তিনটি ঘোড়া জবাই করে মাংস বিক্রি করেন স্থানীয় মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম। তিনি ৩০০ টাকা কেজি দরে স্থানীয় বাসিন্দাদের কাছে ওই মাংস বিক্রি করেন। ফরমারজুল আজ আরও কয়েকটি ঘোড়া জবাই করে মাংস বিক্রির প্রস্তুতি নিচ্ছেন, এমন খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান চালায়।

ফরমারজুল ইসলাম বলেন, ‘অন্য এক জেলায় ঘোড়া জবাই করে মাংস বিক্রির খবর দেখে আমিও বুধবার তিনটি জবাই করে ৩০০ টাকা কেজি দরে মাংস বিক্রি করেছি। এটা আইনবিরোধী কি না, জানি না। পরে ইউএনও স্যার এসে ঘোড়া জবাই করে মাংস বিক্রি করতে নিষেধ করেন।’

ইউএনও রেদুয়ানুল হালিম বলেন, ‘দেশে ঘোড়া জবাই ও মাংস বিক্রি অপ্রচলিত। ঘোড়ার মাংস বিক্রেতা প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে সনদ নেননি। নিয়ম অনুযায়ী পশু জবাইয়ের আগে সুস্থ কি না, তা নিশ্চিত হতে সনদ নিতে হয়। কিন্তু মাংস বিক্রেতা ফরমারজুল ইসলাম ঘোড়া জবাইয়ের কোনো সনদ নেননি। বিক্রেতাকে ঘোড়ার মাংস বিক্রি বন্ধ করতে বলা হয়েছে এবং বিষয়টি নজরদারিতে রাখা হয়েছে।’

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার