হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় যুবক গ্রেপ্তার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় গৃহবধূকে ধর্ষণচেষ্টার মামলায় শাহজাহান আলী (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার অষ্টমনীষা ইউনিয়নে। এর আগে গত শুক্রবার সন্ধ্যার দিকে দুই সন্তানের জননী ভুক্তভোগী ওই নারী ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে নথিভুক্ত করে।

মামলার বিবরণে জানা গেছে, প্রতিবেশী যুবক শাহজাহান বেশ কিছুদিন ধরে ওই গৃহবধূকে উত্ত্যক্ত করে আসছিল। গত বুধবার রাতে ওই গৃহবধূর দিনমজুর স্বামী ও বড় মেয়ে বাড়িতে ছিল না। চার বছর বয়সী ছোট মেয়েকে নিয়ে শোয়ার ঘরে ঘুমিয়ে পড়েন তিনি। রাত আনুমানিক ১২টার দিকে প্রতিবেশী শাহজাহান ওই গৃহবধূর ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে শাহজাহান পালিয়ে যায়। 

পরে গৃহবধূর স্বামী বাড়ি ফিরলে ঘটনাটি তাকে জানানো হয়। গৃহবধূর স্বামী এ ঘটনার জন্য গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিচার চান। কিন্তু গ্রামের গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাটির সুরাহা করতে ব্যর্থ হয়। পরে গত শুক্রবার সন্ধ্যায় ওই গৃহবধূ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই পুলিশ তা মামলা হিসেবে নেন। 

এ বিষয়ে ভাঙ্গুড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, ‘গ্রেপ্তারকৃত যুবক পুলিশের জিজ্ঞাসাবাদে ওই গৃহবধূকে ধর্ষণের চেষ্টার বিষয়টি স্বীকার করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়েছে। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে পাবনা জেলহাজতে পাঠানো হয়।’

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়