হোম > সারা দেশ > রাজশাহী

গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে স্বামী-সতিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

র‍্যাবের হাতে গ্রেপ্তার স্বামী ও স্ত্রী। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগরীতে গৃহবধূ হেলেনা খাতুনকে (৩৫) পুড়িয়ে হত্যার অভিযোগে তাঁর স্বামী আলমগীর হোসেন রয়েল (৪২) ও সতিন মোসা. সেলিনাকে (৪৫) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কিশোরগঞ্জ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

রাজশাহীর র‍্যাব-৫ ও কিশোরগঞ্জের র‍্যাব-১৪-এর যৌথ দল এ অভিযান চালায়। আজ শুক্রবার দুপুরে র‍্যাব-৫-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেপ্তার আলমগীর হোসেন রয়েল রাজশাহী নগরের সবজিপাড়া মহল্লার মৃত নুরুল ইসলামের ছেলে। কিশোরগঞ্জ সদর উপজেলার প্যাড়াভাঙ্গা এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

এর আগে নগরের ভদ্রা এলাকার ভাড়া বাড়ি থেকে গৃহবধূ হেলেনার পোড়া লাশ উদ্ধার করে পুলিশ। দ্বিতীয় স্ত্রী হেলেনাকে নিয়ে ওই বাসায় উঠেছিলেন রয়েল। ঘটনার দিন থেকে রয়েল ও তাঁর প্রথম স্ত্রী সেলিনা আত্মগোপনে ছিলেন। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা করেন হেলেনার মা।

র‍্যাব জানায়, দুই বছর আগে হেলেনাকে বিয়ে করেন রয়েল। সংসারে সতিন থাকায় বিয়ের পর থেকে তাঁদের পারিবারিক কলহ ছিল। হেলেনাকে তাঁরা পুড়িয়ে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ অভিযোগে মামলা হলে র‍্যাব ছায়াতদন্ত করছিল।

র‍্যাব আরও জানায়, হত্যাকাণ্ডের পর থেকে তদন্তে সন্দেহভাজন আসামি রয়েল ও তাঁর প্রথম স্ত্রী সেলিনা দেশের বিভিন্ন জায়গায় আত্মগোপনের চেষ্টা করেছিলেন। তাঁদের রাজশাহী নগরের চন্দ্রিমা থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ তাঁদের আদালতে তুলবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল