হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি, বের হলো ১৫টি কলম

শরীফুল ইসলাম ইন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি

মানুষের পেটের ভেতর ডজনেরও বেশি কলম! এন্ডোস্কপির মাধ্যমে বের করে আনা হলো সেগুলো। রোগী এখন সুস্থ। এই কঠিন কাজটি করেছে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগ। চিকিৎসকেরা জানিয়েছেন, ওই ব্যক্তি মানসিক রোগী। কলম খেয়ে ফেলেছিলেন।

শনিবার (২৭ মে) রাত সাড়ে ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম। 

ডা. জাহিদুল ইসলাম বলেন, ‘গত ১৬ মে পেটের ব্যথা নিয়ে হাসপাতালে আসেন বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল মোতালেব (৩৫)। তিনি মানসিক রোগী। পরে তাঁর পেট পরীক্ষা করে দেখা যায় ভেতরে অনেকগুলো কলম। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

গত ২৫ মে কোনো অপারেশন না করে এন্ডোস্কপির মাধ্যমে একে একে পেট থেকে বের করে আনা হয় ১৫টি কলম!’ 

ডা. জাহিদ আরও বলেন, ‘আব্দুল মোতালেব মানসিক রোগী ছিলেন। বিভিন্ন সময় খাদ্য ভেবে রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া কলম খেয়ে ফেলেছিলেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তবে সুস্থ আছেন। তাঁকে মানসিক চিকিৎসা দেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়