হোম > সারা দেশ > রাজশাহী

কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে স্কুলছাত্র খুন, বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ 

পাবনা প্রতিনিধি

পাবনায় পূর্ব বিরোধের জেরে কিশোর গ্যাং এর ছুরিকাঘাতে এক স্কুলছাত্র (১৭) খুন হয়েছে। তার নাম মোস্তাফিজুর রহমান সিয়াম। গতকাল শনিবার রাত ১০টার দিকে পাবনা পৌর শহরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় আজ রোববার দুপুরে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে আটক এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করেছে পুলিশ। এদিকে ময়নাতদন্ত শেষে সিয়ামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হলে তাঁরা বিচার দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করেন। 

সিয়াম পাবনা পৌর সদরের পৈলানপুর পাওয়ার হাউজপাড়া মহল্লার ইব্রাহিম আলীর ছেলে। সে আর এম একাডেমির দশম শ্রেণির ছাত্র ছিল। 

প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় সরকারি এডওয়ার্ড কলেজ এলাকায় সিয়াম কয়েকজন কিশোর বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিল। সেখানে কয়েকজন কিশোর গেলে তাদের মধ্যে পূর্ব বিরোধ নিয়ে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। 

এ ঘটনার জেরে রাতে শান্তিনগর এলাকায় সিয়ামকে একা পেয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

এদিকে, আজ রোববার দুপুরে ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে থানা থেকে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল করে স্বজন ও এলাকাবাসী। মিছিলটি থানা মোড় থেকে শুরু হয়ে পৈলানপুর হয়ে পাওয়ার হাউজপাড়ায় গিয়ে শেষ হয়। 

সিয়ামের বাবা ইব্রাহিম আলী বলেন, ‘সবাইকে তো চিনি না। তার মধ্যে কয়েকজনের নাম শুনেছি। কী কারণে ছেলেটাকে মারল, কিছুই বুঝতে পারছি না। আমি দল, রাজনীতি বুঝি না। আইনে যেটা হয় সেটাই মেনে নেব। তবে যারাই এ হত্যার সঙ্গে জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার ও বিচার চাই।’ 

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ‘ইতিমধ্যে হত্যায় জড়িত অন্যতম অভিযুক্ত দুজনকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ আটক করেছি। অন্যদেরও আটকের চেষ্টা চলছে। যারা মেরেছে তারাও নিহতের বন্ধু সমবয়সী।’ 

উঠতি বয়সের ছেলেরা কিশোর গ্যাং এ জড়িয়ে পড়ছে। এটাও কিশোর গ্যাংদের কাজ। সন্তানদের নিয়ে পরিবারের সদস্যদের সচেতনতা জরুরি বলে জানান তিনি। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জানান, পরিবারের পক্ষ থেকে থানায় এখনো অভিযোগ দেয়নি।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল