হোম > সারা দেশ > নওগাঁ

মান্দায় ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।

নিহত সেলিম রেজা বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তাঁর মেয়ের জামাই আব্দুল মজিদ (৪০) আহত হন। আহত আব্দুল মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী মিঠু হোসেন জানান, সেলিম রেজা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মাছ বহন করা একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা নিহত হন।

সেলিম রেজার আরেক মেয়ের জামাই মাইনুল ইসলাম বলেন, ‘আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য আজ সকালে শ্বশুর সেলিম রেজা ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন। পথে সুজনসখী এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে শ্বশুর সেলিম রেজা মারা যান।’

মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সেলিম রেজার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর