হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় প্রধান সড়কে ধস, চলাচলে ঝুঁকি

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোর-বাগাতিপাড়া প্রধান সড়কে ধস দেখা দিয়েছে। তাতে ওই সড়কে ভারী যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। গত অক্টোবর থেকে এই অবস্থার সৃষ্টি হলেও এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

এলাকাবাসী জানায়, বাগাতিপাড়া সদর ইউনিয়নের যোগীপাড়া এলাকায় গিয়াস উদ্দিনের বাড়ির নিকট গত অক্টোবর মাসে অতিরিক্ত বর্ষায় তীব্র পানির স্রোতে সড়কের ওপর নির্মিত কালভার্টের উইংওয়ালের নিচ থেকে মাটি সরে যায়। তাতে উইংওয়ালের সঙ্গে সড়কের এক পাশের মাটিও খালে ধসে পড়ে। তখন উপজেলা প্রকৌশল দপ্তর থেকে বালুর বস্তা ফেলে ভাঙন রোধ করা হয়। কিন্তু ভারী যান চলাচলের কারণে আবারও সড়কের কিছু অংশ খালে ধসে পড়েছে। তা ছাড়া অর্ধেক সড়ক পর্যন্ত ফাটল ধরেছে।

স্থানীয় বাসিন্দা সাথী বেগম বলেন, সড়কের নিচে কালভার্টের ওয়ালের পাশ থেকে মাটি সরে গিয়েছে। ফলে ভারী গাড়ি গেলে সড়কের ওই অংশ দেবে যায়। যেকোনো সময় পুরো সড়ক ভেঙে যেতে পারে।

যোগীপাড়া এলাকার শফিকুল ইসলাম বলেন, উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন শত শত ছোট-বড় যান চলাচল করে। জেলার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটি ভেঙে গেলে মানুষের দুর্ভোগের শেষ থাকবে না।

আজ রোববার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, গভীর খালের ওপর নির্মিত কালভার্টের সড়কের পাশের উইংওয়াল ধসে পড়েছে। সড়কটি রক্ষার জন্য দেওয়া বালুর বস্তাগুলো ভারী যান চলাচলে খালের মধ্যে ধসে যাচ্ছে। এমনকি মূল সড়কের প্রায় তিন ফুট পাকা অংশ ধসে গিয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকৌশলী আজিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, সড়কটির ওই অংশ ঝুঁকিতে রয়েছে। টেকসই মেরামতের জন্য বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। বরাদ্দ এলে দ্রুত মেরামত করা হবে।

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল