হোম > সারা দেশ > রাজশাহী

ট্রাইব্যুনালে মামলার রায় হলে লাফালাফি বন্ধ হবে: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী    

রাজশাহীতে মানবাধিকারবিষয়ক কর্মশালায় চিফ প্রসিকিউটর। ছবি: আজকের পত্রিকা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, ‘পতিত আওয়ামী লীগ সরকারের কেউ কেউ এখনো মনে করেন, তাঁদের বিচার করা সম্ভব নয়। ট্রাইব্যুনালে কিছু মামলার রায় হয়ে গেলে তাঁদের লাফালাফি ও দম্ভ বন্ধ হবে। তখন প্রতিশোধস্পৃহা কমে আসবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে।’

আজ সোমবার রাজশাহী প্রাইমারি টিচার্স ট্রেনিং সেন্টারে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্বসহ আইন প্রয়োগবিষয়ক এক কর্মশালায় অংশগ্রহণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তাজুল ইসলাম বলেন, নির্বাচনের আগে আগামী ডিসেম্বরের মধ্যেই ফ্যাসিস্ট সরকারের প্রধানসহ শীর্ষ কয়েকজনের নামে করা বেশ কয়েকটি মামলার বিচারকাজ শেষ হবে। মার্চে তদন্তপ্রক্রিয়া শেষে এপ্রিলে সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচারপ্রক্রিয়া শুরু হবে। তিনি বলেন, শুধু একজন মানুষকে ক্ষমতায় চিরস্থায়ী করার জন্য, একটি পরিবারকে ক্ষমতায় রাখার জন্য বিচারব্যবস্থা, আইনব্যবস্থা ও নির্বাচনব্যবস্থা ধ্বংস করা হয়েছে। হাজার হাজার মানুষকে গুলি করে হত্যা ও পঙ্গু করা হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনের সময় গ্রাউন্ডে যে পুলিশ গুলি করেছে, সে তো কারও নির্দেশে গুলি করেছে। তাই আগে সেই প্রধানমন্ত্রীর বিচার করা হবে।’

বিনা মামলায় আ.লীগের নেতা-কর্মী গ্রেপ্তার হলে থানা ঘেরাও করব: হারুনুর রশীদ

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক