হোম > সারা দেশ > বগুড়া

বগুড়ায় বাসচাপায় পথচারী নিহত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুরে বাসচাপায় তাজমিনুর রহমান (২৭) নামের এক পথচারী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত পৌনে ৯টার দিকে বগুড়া-ঢাকা মহাসড়কের মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল বিষয়টি নিশ্চিত করেন।

নিহত তাজমিনুর রহমান উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমন পুকুর সোনাহারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি ভ্যান চালাতেন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা আজকের পত্রিকাকে বলেন, রাত পৌনে ৯টার দিকে তাজমিলুর মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে আসছিলেন।  এ সময় বগুড়া থেকে সিরাজগঞ্জগামী জাহাঙ্গীর পরিবহন নামের দ্রুতগতির একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। 

বাসের যাত্রীরা আজকের পত্রিকাকে বলেন, সিরাজগঞ্জ থেকে বাসটি ভাড়া নিয়ে দিনাজপুর জেলার একটি পার্কে পিকনিকে গিয়েছিলেন তাঁরা। সেখান থেকে ফেরার সময় মাঝিড়া বাসস্ট্যান্ডে বাসটি একজনকে চাপা দেয়। চালক দুর্ঘটনার পর বাসটি চালিয়ে রহিমাবাদ বি-ব্লক এলাকায় এসে গাড়ি থামিয়ে পালিয়ে যান। 

বগুড়া-শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি আবুল ফয়সাল আজকের পত্রিকাকে বলেন, ‘মাঝিড়া বাসস্ট্যান্ডে একজন পথচারীকে মেরে রহিমাবাদ বি ব্লক এলাকায় বাসটি রেখে চালক পালিয়ে যান।  স্থানীয়দের দেওয়া সংবাদে আমরা সেখানে গিয়ে গাড়িটি আটক করে হেফাজতে নিয়েছি।  এই ঘটনায় এখনো মামলা হয় নাই।’

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা