হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁয় আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর পত্নীতলা উপজেলা থেকে আগ্নেয়াস্ত্রসহ মো. মাসুদ করিম (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা। এ সময় তাঁর কাছ থেকে ২৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আজ শুক্রবার দুপুরে জয়পুরহাট র‍্যাব অফিস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে ভোররাতে উপজেলার মোল্লাপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

র‍্যাব বলছে, মাসুদ একজন মাদক কারবারি। তিনি অবৈধ অস্ত্র ব্যবহার করে মাদক কারবার ও স্থানীয় লোকজনের ওপর আধিপত্য বিস্তার করতেন। মাসুদ করিমের বাড়ি উপজেলার মোল্লাপাড়া এলাকায়।

জয়পুরহাট র‍্যাব-৫-এর কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান বলেন, মাসুদ করিম মোল্লাপাড়া এলাকার মাদক কারবারি। এ ছাড়া অবৈধ অস্ত্র ব্যবহার করে এলাকায় আধিপত্য বিস্তার করতেন মাসুদ।

মোস্তফা জামান আরও বলেন, র‍্যাবের একটি অপারেশন দল গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পত্নীতলার মোল্লাপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ওয়ান শুটারগান ও ২৯ গ্রাম হেরোইনসহ মো. মাসুদ করিমকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানান তিনি।

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

ভেকু দিয়ে যুবক হত্যায় আরও একজন গ্রেপ্তার, এখনো অধরা বিএনপি নেতারা

রাজশাহীতে কলার হাটে উল্টে পড়ল বালুবাহী ট্রাক, নিহত ৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী