হোম > সারা দেশ > নওগাঁ

বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ২ 

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহার উপজেলায় মোবাইল ফাইন্যান্সিং সার্ভিস ‘বিকাশের’ মাধ্যমে প্রতারণার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছেন র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ রোববার সকালে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গতকাল শনিবার রাতে উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃক ব্যক্তিরা হলেন জেলার পত্নীতলা উপজেলার সারাইডাঙ্গা গ্রামের তায়েব উদ্দিন আহম্মেদের ছেলে মাসুদ পারভেজ বকুল এবং মান্দা উপজেলার কয়লাবাড়ী গ্রামের মজিবর রহমানের ছেলে রায়হান উদ্দিন।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নাটোর জেলার লালপুর থানায় কামাল হোসেন (৪১) নামে এক ব্যক্তি বিকাশের মাধ্যমে প্রতারণার শিকার হয়ে অভিযোগ করেন। এরপর অভিযানে নামে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প রাজশাহীর একটি অপারেশন দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নওগাঁর সাপাহারে বাজার এলাকায় কোম্পানি অধিনায়ক ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন, ১২টি সিমকার্ড, ১টি ক্যাশ ইন রেজিস্ট্রার জব্দ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পারে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের বিকাশ অ্যাকাউন্ট ব্যবহারকারীদের কৌশলে বিকাশ পিন কোড হাতিয়ে নিতেন। এরপর ভুক্তভোগীর বিকাশ অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণালব্ধ অর্থ মোবাইল ফাইন্যান্সিং সার্ভিসের (বিকাশ) মাধ্যমে হাতিয়ে নিতেন। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে নাটোর জেলার লালপুর থানায় একটি মামলা করা হয়েছে। মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভ্যানচালক ফারুক হত্যা মামলার ৬ আসামি পালানোর সময় গ্রেপ্তার

সিরাজগঞ্জে ৯২৩ ভোটকেন্দ্রের ১৭৮টি ‘অধিক ঝুঁকিপূর্ণ’

নাগরিকত্ব ছেড়ে যুক্তরাজ্যপ্রবাসীর মনোনয়নপত্র দাখিল, হলফনামায় নেই স্বাক্ষর

মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন