হোম > সারা দেশ > জয়পুরহাট

তালাকের ১৫ বছর পর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার 

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে তালাকপ্রাপ্ত স্ত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে। গত রোববার রাতে ধর্ষণের শিকার ওই নারীর বাবার পৈতৃক বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর শনিবার রাতেই ওই নারী বাদী হয়ে তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে থানায় মামলা করেন। 

মামলার পর শনিবার রাতেই ওই নারীর প্রাক্তন স্বামী মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করে কালাই থানা-পুলিশ। রোববার সকালে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। 

পুলিশ জানিয়েছে, মোহাম্মদ আলীর সঙ্গে ১৮ বছর আগে ওই নারীর বিয়ে হয়। তাঁদের একটি ছেলেসন্তানও জন্ম নেয়। ছেলের বয়সের তিন মাসের মাথায় তাঁদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ ১৫ বছর তাঁরা উভয়েই আলাদা। উভয়েই দ্বিতীয়বার বিয়েও করেছিলেন। ধর্ষণের শিকার ওই নারীর দ্বিতীয় বিয়েও টেকেনি। অভিযুক্ত মোহাম্মদ আলীও দ্বিতীয় বিয়ে করেন। তাঁর দ্বিতীয় স্ত্রী এখনো বর্তমান। 

এরপরও মোহাম্মদ আলী তাঁর প্রথম স্ত্রীকে দুই মাস ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু ওই নারীর পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। ১৩ মার্চ রাতে ওই নারীর মা-বাবা পাশের বাড়িতে এক বিয়ের অনুষ্ঠানে বেড়াতে যান। সুযোগ বুঝে রাতে মোহাম্মদ আলী ওই নারীর বাড়িতে প্রবেশ করে তাঁকে ধর্ষণ করেন। ওই রাতেই এ ঘটনা প্রকাশ পেলে ধর্ষণের শিকার নারীর পরিবারের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব দেওয়া হয়। কিন্তু অভিযুক্ত এতে রাজি না হয়ে উল্টো ওই নারীকে প্রাণনাশের হুমকি দেন। 

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, মামলার পর আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার তাঁকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর