হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় রিয়া খাতুন (১৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাতে খবর পেয়ে থানার পুলিশ উপজেলার খানমরিচ গ্রামে শ্বশুরবাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আজ মঙ্গলবার সকালে মরদেহটি পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জানা যায়, নিহত গৃহবধূ রিয়া খাতুন খানমরিচ গ্রামের রেজাউল করিমের মেয়ে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৯ মাস আগে একই গ্রামের মনিরুজ্জামান মনিরের ছেলে তুহিন বাবুর সঙ্গে বিয়ে হয় রিয়ার। বেশ কিছুদিন ধরে রিয়া তাঁর স্বামীকে নিয়ে ঢাকায় গিয়ে গার্মেন্টসে চাকরি করার কথা বলতে থাকেন। কিন্তু রিয়ার মা ময়না খাতুন ও তাঁর শ্বশুরবাড়ির লোকজন তাঁদের ঢাকায় যেতে নিষেধ করেন। গতকাল সোমবার বিকেলে রিয়া পুনরায় ঢাকায় যেতে চাইলে তাঁর শাশুড়ি নিষেধ করেন। তখন শাশুড়ির সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। এতে অভিমান করে রিয়া শোয়ারঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। কিছুক্ষণ পরে ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে শ্বশুরবাড়ির লোকজন রিয়াকে ডাকতে থাকেন। এতে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁরা ঘরের দরজা ভেঙে দেখেন ঘরের ভেতর রিয়ায় ঝুলন্ত মরদেহ। পরে পাড়া-প্রতিবেশীসহ পরিবারের লোকজন তাঁর মরদেহ নিচে নামান। 

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফয়সাল বিন আহসান জানান, ওই গৃহবধূকে ঢাকায় যেতে নিষেধ করায় অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা