হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আজ শনিবার বেলা ১১টার দিকে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের জামালপুর মহল্লায় এ ঘটনা ঘটেছে। ঠেলাগাড়ি প্রতীকের কাউন্সিলর প্রার্থী আখতার আহমেদ বাচ্চু অভিযোগ করেন, টিফিন ক্যারিয়ার প্রতীকের প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েলের সমর্থকেরা তাঁর নির্বাচনী ক্যাম্পে আগুন লাগিয়েছেন। কোয়েল এ অভিযোগ অস্বীকার করেছেন।

আখতার আহমেদ বাচ্চু নগরীর ২৬ নম্বর ওয়ার্ড (পশ্চিম) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আর আকতারুজ্জামান কোয়েল ২৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। তিনি বিএনপির সমর্থক হিসেবে পরিচিত। বাচ্চুর নির্বাচনী ক্যাম্পে আগুন দেওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ নিয়ে নগরীর চন্দ্রিমা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে।

বাচ্চু আজকের পত্রিকাকে বলেন, ‘আমার পক্ষে জনমত গড়ে উঠেছে। এটি সহ্য করতে পারছেন না প্রতিদ্বন্দ্বী প্রার্থী আকতারুজ্জামান কোয়েল। তাই সকালে তার সমর্থক ছানাসহ ২০-২৫ জন এসে আমার নির্বাচনী ক্যাম্পে আগুন ধরিয়ে দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র থাকায় কেউ প্রতিরোধ করার সাহস পায়নি। তারা চলে যাওয়ার পর পুলিশ আসে। এ ঘটনায় আমার প্রধান নির্বাচনী এজেন্ট রফিকুল ইসলাম রফা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।’

বর্তমান কাউন্সিলর আকতারুজ্জামান কোয়েল নির্বাচনী ক্যাম্প পোড়ানোর অভিযোগ অস্বীকার করে আজকের পত্রিকাকে বলেন, ‘কোথায় ক্যাম্প পুড়েছে, তা আমি জানি না। আমার বিরুদ্ধে অভিযোগ তুললেই তো হবে না, সত্যতা থাকতে হবে। পুলিশ তদন্ত করে দেখুক। আমাকে বিতর্কিত করতে এ অভিযোগ তোলা হচ্ছে। এই ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।’

এ বিষয়ে জানতে চাইলে চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর খবর পেয়ে পুলিশ গিয়েছিল। তখন আর সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক