হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ শহরে যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরকে যানজটমুক্ত করা, সড়ক সংস্কার এবং শহরের ভেতরে অবৈধ তিন চাকার বাহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা ব্যবসায়ী পরিষদ। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু বলেন, শহরের ভেতরে পুরাতন সোনালী ব্যাংক রোড, সুপারিপট্টি, কাপড়পট্টি, তুলাপট্টি, ইসলামপুর রোডসহ বেশ কিছু রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর একই অবস্থা যেন নওগাঁবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় রীতিমতো শহরবাসী হতবাক।

এ ছাড়া শহরের ভেতরে ব্যাটারিচালিত রিকশাভ্যান যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে সকাল থেকে রাত পর্যন্ত শহরে যানজট লেগে থাকে। এতে সাধারণ পথচারীদের যেমন ঝামেলায় পড়তে বাধ্য হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের তেমন নজর নেই। সংবাদ সম্মেলনে এসব সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর