হোম > সারা দেশ > নওগাঁ

নওগাঁ শহরে যানজট নিরসন ও সড়ক সংস্কারের দাবি

নওগাঁ প্রতিনিধি

নওগাঁ শহরকে যানজটমুক্ত করা, সড়ক সংস্কার এবং শহরের ভেতরে অবৈধ তিন চাকার বাহন বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করেছে নওগাঁ জেলা ব্যবসায়ী পরিষদ। 

আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাবে মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির নেতারা। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী জিয়াউর রহমান বাবলু বলেন, শহরের ভেতরে পুরাতন সোনালী ব্যাংক রোড, সুপারিপট্টি, কাপড়পট্টি, তুলাপট্টি, ইসলামপুর রোডসহ বেশ কিছু রাস্তা একেবারে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বছরের পর বছর একই অবস্থা যেন নওগাঁবাসীর নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট মহলের উদাসীনতায় রীতিমতো শহরবাসী হতবাক।

এ ছাড়া শহরের ভেতরে ব্যাটারিচালিত রিকশাভ্যান যেখানে-সেখানে দাঁড়িয়ে যাত্রী ওঠানো-নামানোর ফলে সকাল থেকে রাত পর্যন্ত শহরে যানজট লেগে থাকে। এতে সাধারণ পথচারীদের যেমন ঝামেলায় পড়তে বাধ্য হচ্ছে, তেমনি এর নেতিবাচক প্রভাব পড়েছে ব্যবসা-বাণিজ্যেও। কিন্তু এসব বিষয়ে প্রশাসনের তেমন নজর নেই। সংবাদ সম্মেলনে এসব সমাধানের জন্য সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য আহ্বান জানানো হয়। 

সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি নজরুল ইসলামসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।  

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা, সড়ক অবরোধ

বৃক্ষরোপণে বদলে যাচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়