হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

আদালত ভবন থেকে লাফ দিয়ে পুলিশ সদস্যের আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আদালত ভবনের তৃতীয় তলা থেকে লাফ দিয়ে আব্দুর রাজ্জাক রনি (২৬) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

আজ রোববার দুপুরে স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় আদালতে হাজিরা দিতে এসে সিরাজগঞ্জের জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এ এই ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বাড়ি জেলার কাজীপুর উপজেলার কুনকুনিয়া গ্রামে। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পেশকার মো. রাসেল জানান, ২০২২ সালের মার্চ মাসে তিথি আক্তার বন্যা নামে এক নারী বাদী হয়ে তাঁর স্বামী পুলিশ কনস্টেবল আব্দুর রাজ্জাকের বিরুদ্ধে মামলা করেন। আজ সেই মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালতের বিচারক বেগম সালমা খাতুন উভয়পক্ষের আইনজীবীকে বলে মামলাটি আপস মীমাংসার চেষ্টা করেন।

প্রথম পর্যায়ে আব্দুর রাজ্জাক রনি সংসার করার জন্য রাজি হন। পরে তিনি বলেন, সংসার করবেন না। এ সময় বিচারক আইনজীবীদের সঙ্গে কথা বলে আপস মীমাংসা জন্য ৩০ মিনিট সময় দেন। পরে ফের ডাকা হলে আব্দুর রাজ্জাক রনি বলেন, ‘আমি সংসার করব না। আমাকে জেল দেন, ফাঁসি দেন।’ এ কথা শুনে আবারও মীমাংসা জন্য সময় দেন বিচারক। তৃতীয়বার যখন ডাকা হয়, তখন ওই পুলিশ সদস্য আদালতের তিনতলা ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে দেন। 

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পিপি (ভারপ্রাপ্ত) অ্যাডভোকেট জাহিদা সুলতানা বীথি বলেন, বিচারক আপস মীমাংসার কথা বলেন। মামলার বাদী তিথি আক্তার বন্যা রাজি হলেও আসামি রাজি হননি। একপর্যায়ে তিনি এজলাস থেকে বেরিয়ে বারান্দা থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন।

সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক রোকন উদ্দিন বলেন, ‘আব্দুর রাজ্জাক রনি নামে এক ব্যক্তিকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন। তাঁর আঘাত গুরুতর নয়। দুই-এক দিনের মধ্যেই বাড়িতে চলে যেতে পারবেন তিনি।’

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল