হোম > সারা দেশ > রাজশাহী

৯ কোটি টাকার নির্মাণাধীন ব্রিজে ফাটল, রাতের আঁধারে মেরামতের চেষ্টা

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নির্মাণকাজ শেষ হওয়ার আগেই সিরাজগঞ্জের বেলকুচির হুড়াসাগর নদীর ওপর নির্মিত সেতুর পিলারে ফাটল দেখা দিয়েছে। গতকাল রোববার রাত ১টার দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান রাতের আঁধারে ওই ফাটল মেরামত করতে গেলে গ্রামবাসী তাতে বাধা দেয়। পরে নির্মাণকাজ বন্ধ করে দেয় ঠিকাদারের লোকজন।

বেলকুচি উপজেলার চর জোকনালা গ্রামের আব্দুর রহমান বলেন, ‘ব্রিজের নিচে মোবাইলের আলো দেখে আমরা চোর মনে কয়েকজনকে সঙ্গে নিয়ে সেখানে যাই। এ সময় ঘটনাস্থলে থাকা লোকজন পালানোর চেষ্টা করলে তাদের ধরে ফেলি। তখন তারা জানায় যে, পিলারের ফাটল মেরামত করতে এসেছেন।’

পিলার মেরামতের কাজ করছিলেন রাজমিস্ত্রি শফিকুল ও স্বাধীন। তাঁরা বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে ২০ হাজার টাকা চুক্তিতে রাতের বেলায় বালু ও সিমেন্ট দিয়ে পিলারের ফাটলের স্থান মেরামত করতে গিয়েছিলেন তাঁরা।

স্থানীয় ভাঙ্গাবাড়ী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম তুহিন জানান, ব্রিজটি নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে। যে কারণে নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ব্রিজের চারটি পিলারের মধ্যে একটির নিচের অংশে ফাটল দেখা দিয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঠিকাদার ও দায়িত্বরত ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

এ বিষয়ে বেলকুচি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) অফিসের সার্ভেয়ার রোকনুজ্জামান বলেন, ‘৯ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ২০২১ সালে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়। দায়িত্বরত উপ-সহকারী প্রকৌশলী অন্যত্র বদলি হয়ে যাওয়ায় ২০২৩ সাল থেকে আমি ব্রিজের নির্মাণকাজ দেখভাল করছি। ব্রিজের ওই পিলার আমি দায়িত্ব পাওয়ার অনেক আগেই নির্মাণ হয়েছে। যখন পিলার নির্মাণ হয়েছে, তখন সেখানে অনেক পানি ছিল। বর্তমানে কাজের সুবিধার্থে সেচ দেওয়ার পর ফাটলের স্থানটি নজরে আসে।’

রোকনুজ্জামান আরও বলেন, ‘গ্রামবাসীর বাধার কারণে রোববার থেকে নির্মাণ কাজ বন্ধ রয়েছে। বেলকুচি উপজেলা ইঞ্জিনিয়ার ছুটিতে ঢাকায় রয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বসুন্ধরা ও সাগর কনস্ট্রাকশন জেবি ব্রিজের নির্মাণকাজ করছে।’

সাগর কনস্ট্রাকশনের প্রোপ্রাইটর নুরুল ইসলাম বলেন, ‘আমাদের লাইসেন্স ব্যবহার করে ঠিকাদার জহরুল ইসলাম ব্রিজের কাজটি করছেন। বর্ষা মৌসুমে স্টিলের ফর্মা দিয়ে পিলার ঢালাই করার সময় হানিকম্ব হওয়ায় সমস্যাটি দেখা দিয়েছিল। পরবর্তীতে প্রকৌশলীদের পরামর্শে পানি সেচে পিলারটি মেরামত করার উদ্যোগ নেওয়া হয়। গ্রামবাসী এ কাজে বাধা দিতে পারেন এ জন্য পিলারটি মেরামতের জন্য রাতে মিস্ত্রিদের পাঠানো হয়েছিল।’

এ বিষয়ে সিরাজগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ‘হুড়াসাগর নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের পিলারের সমস্যার কথা শুনেছি। সরেজমিন গিয়ে বিষয়টি দেখব। তারপর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।’

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি