হোম > সারা দেশ > রাজশাহী

কলেজছাত্রকে তুলে নিয়ে হাতুড়িপেটা, ভেঙে দেওয়া হলো পা

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান রাতুল (২০) নামের এক কলেজছাত্রকে সড়ক থেকে তুলে নিয়ে হাতুড়িপেটা করে পা ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে উপজেলার ছলিমপুরের চরমিরকামারী ত্রিমোহিনী এলাকায় এই ঘটনা ঘটে। আজ শনিবার দুপুরে তাঁর বাবা বাদী হয়ে ঈশ্বরদী থানায় এজাহার দিয়েছেন। 

আহত মেহেদী হাসান ছলিমপুরের চরমিরকামারী এলাকার আব্দুল মজিদ সরদারের ছেলে। তিনি স্থানীয় দাশুড়িয়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। মেহেদী হাসানকে গুরুতর আহত অবস্থায় ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মেহেদী হাসানের চাচা রুবেল হোসেন আজকের পত্রিকাকে জানান, গতকাল শুক্রবার রাত ৮টার দিকে দুটি বাইক ও একটি অটোরিকশায় করে কয়েকজন যুবক ছলিমপুরের চরমিরকামারী ত্রিমোহিনী রাস্তার মোড়ে আসেন। রাতুল সেখানে আগে থেকেই ব্যক্তিগত কাজে অবস্থান করছিলেন। তাঁরা আসার পরপরই রাতুলকে গালি দিয়ে অটোরিকশায় তুলে নিয়ে এলাকার একটি চাল মিলের কাছে আনেন। সেখানে তাঁকে মারধর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে চলে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে ওই রাতেই তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

রুবেল হোসেন আরও জানান, দুর্বৃত্তরা হাতুড়ি দিয়ে পেটানোর কারণে তাঁর ভাতিজা রাতুলের শরীরের বিভিন্ন স্থানে থেঁতলে গেছে। এ ছাড়া ডান পায়ের তিন স্থানের হাড় ভেঙে গেছে। 

রাতুলের বাবা চাতাল শ্রমিক বলে জানান তাঁর চাচা রুবেল হোসেন। তিনি বলেন, ‘কী কারণে রাতুলের ওপর হামলা করা হয়েছে তা স্পষ্ট নয়। হামলার সময় রাতুল কয়েকজনকে চিনতে পেরেছেন। ধারণা করছি রাজনৈতিক প্রতিহিংসাবশত একটি পক্ষ তাঁকে অপহরণ ও মারধরের সঙ্গে জড়িত। ঘটনাটি পরিবারের পক্ষ থেকে পুলিশকেও জানানো হয়েছে।’ 

ঈশ্বরদী থানা-পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, শিক্ষার্থীকে মারধরের ঘটনা শুনেছি। কিন্তু মারধরের কারণ অস্পষ্ট নয়। তবে মনে হচ্ছে কোনো বিদ্বেষের কারণে এই হামলা হতে পারে। তাঁর বাবা বাদী হয়ে শনিবার দুপুরে থানায় একটি এজাহার দিয়েছেন। এজাহারে এলাকার বেশ কয়েকজনের নাম রয়েছে। মামলা নথিভুক্ত না হওয়া পর্যন্ত আসামিদের নাম বলা যাচ্ছে না।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার