হোম > সারা দেশ > নাটোর

বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারি, আহত ১০ 

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

নাটোরের বাগাতিপাড়ায় বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের প্রায় ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার পাকা বাজারে এই মারামারির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, রোববার রাতে বিশ্বকাপ ফাইনাল খেলার প্রথমার্ধ শেষ হওয়ার পর স্থানীয় পাকা বাজারের দোকানি রিপনের ক্যাবল নেটওয়ার্কের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে তাঁর খেলা দেখতে বিঘ্ন ঘটায় কেউ তার ক্যাবল কেটে দিয়েছে বলে তিনি ধারণা করেন। পরে তিনি ওই বাজারের অন্যদেরও ক্যাবল কেটে দেন। এর ফলে স্থানীয় রেজাউল ও রিপন দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে। 

এরই জেরে সোমবার সন্ধ্যার দিকে লাঠিসোঁটা নিয়ে উভয় পক্ষের মধ্যে মারামারি হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে রিপন গ্রুপের রিপন (৩৪), শাকিল (৩০), দিগন্ত (২৩) এবং রেজাউল গ্রুপের রেজাউল (৪৫), কানন (২৭), মাসুদ (২৬), জমসেদ (৫৫) এবং শাকিলকে (২৫) বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সুমাইয়া বলেন, ‘দুই গ্রুপেরই শাকিল নামের দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা এই হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’ 

এ ব্যাপারে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি, তবে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল