হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

‘বাজারে মাইকিং করে’ সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে ‘বাজারে মাইকিং করে’ দোকানে ঢুকে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আবদুল কুদ্দুস সরকারকে (৫৩) গুলি করে হত্যা করেছেন দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বাজারে এ ঘটনা ঘটে। 

আবদুল কুদ্দুস দেশীগ্রাম ইউপির সাবেক চেয়ারম্যান। এ ছাড়া তিনি দেশীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

গুলিতে আবদুল কুদ্দুস নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর ছেলে মো. রুহুল আমীন। তিনি বলেন, ‘হত্যাকারীরা পূর্ববাংলা সর্বহারা পার্টির সদস্য। তারা উপর্যুপরি গুলি চালিয়ে আমার বাবাকে হত্যা করেছে।’ 

চারমাথা বাজারের মুদিদোকানি আবুল কালাম আজাদ বলেন, ‘আজ সন্ধ্যার দিকে ২০-২৫ জন অস্ত্রধারী বাজারে আসে। তারা হাত মাইকে লোকজনকে বাজার ত্যাগ করার নির্দেশ দেয়। পাশাপাশি কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে। এ সময় আব্দুল কুদ্দুস তাঁর ছেলের কীটনাশকের দোকানে বসেছিলেন। দুর্বৃত্তরা ওই দোকানে ঢুকে আবদুল কুদ্দুসের ওপর উপর্যুপরি গুলি চালায়।’

এদিকে খবর পেয়ে তাড়াশ থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে বলে জানান উপপরিদর্শক (এসআই) আব্দুস সালাম।

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার