হোম > সারা দেশ > বগুড়া

শেরপুরে সদস্য পদে দুই প্রার্থীই পেলেন সমান ভোট

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়ন পরিষদে (ইউপি) পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সদস্য পদে দুই প্রার্থী সমসংখ্যক ভোট পেয়েছেন। গতকাল বুধবার ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ৪টি ভোটকেন্দ্রের ফলাফল আলাদা আলাদাভাবে উপজেলায় পাঠানো হয়। এরপর সব কেন্দ্রর ভোট যোগ করে দুই প্রার্থীর একই সংখ্যা পাওয়া যায়। তাই বেসরকারিভাবে কাউকে নির্বাচিত ঘোষণা করা হয়নি। 

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, গাড়িদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে মোট ভোটারসংখ্যা ৭ হাজার ১৬ জন। গতকাল নির্বাচনে ৫ হাজার ২২৫ জন ভোটার ভোট দিয়েছেন। এর মধ্যে ১৭২টি ভোট অবৈধ বা নষ্ট হলে ৫ হাজার ৫৩টি ভোট বৈধ ঘোষণা করা হয়। এতে তালা প্রতীক নিয়ে ইউপি সদস্য প্রার্থী শাহিন আলম খাজা এবং ভ্যানগাড়ি প্রতীক নিয়ে একই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ আব্দুল মান্নান ১ হাজার ১২৪ ভোট করে পান। এ ছাড়াও ওই ওয়ার্ডে আরও ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। 

রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা ২০১০-এর বিধি ৪১-এর উপবিধি (৬) অনুযায়ী সমান ভোট পাওয়া দুই প্রার্থীর মাঝে আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে। 

সদস্য প্রার্থী আলহাজ আব্দুল মান্নান বলেন, ‘ভোট পুনর্গণনা করা হলে আমি নিশ্চিত বিজয়ী হব। এ জন্য রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আবেদন করলেও গ্রহণ করা হয়নি।’ 

উপজেলা নির্বাচন অফিসার মোছাম্মৎ আছিয়া খাতুন জানান, ৪টি কেন্দ্রের ফলাফল একত্রীকরণ করে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় পুনর্গণনার কোনো সুযোগ নেই। এই ফলাফল নির্বাচন কমিশনে পাঠানো হবে। স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা অনুযায়ী পরবর্তী সময়ে শুধু এই দুই প্রার্থীর মধ্যে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে। 

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর