হোম > সারা দেশ > রাজশাহী

হলের পাশে ছিনতাইকারীর কবলে রাবি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

শিক্ষার্থী আরাফাত শাওন। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের এক শিক্ষার্থী ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমির আলী হলের পাশে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম আরাফাত শাওন। তিনি সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সম্প্রতি তাঁর স্নাতক শেষ হয়েছে।

জানা গেছে, রাতে ওই শিক্ষার্থী সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তা দিয়ে হেঁটে হলে ফিরছিলেন। এ সময় কয়েকজন ছিনতাইকারী তাঁর পথ রোধ করে। তাঁর মোবাইল ফোন কেড়ে নিতে চাইলে তাঁদের মধ্যে ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তাঁর পেটের দুই জায়গায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এরপর তিনি নিজেই দ্রুত রাজশাহী বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসেন। সেখান থেকে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। আর বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেহেতু ঘটনাটি ঘটেছে, এটা আরও উদ্বেগের বিষয়। আজকের মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। পরে এরচেয়ে বড় ধরনের কোনো ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে

নারীকে গলা কেটে হত্যা, সাবেক স্বামী আটক

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে রাজশাহী

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু