হোম > সারা দেশ > রাজশাহী

২৪ ঘণ্টা পর বিদ্যুৎ ফিরল শেরপুর পৌর ভবনে

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

পৌরসভা-নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) সমঝোতায় বিদ্যুতের পুনঃসংযোগ লেগেছে শেরপুর পৌরসভার ভবনে। আজ মঙ্গলবার পুনঃসংযোগ ফি পরিশোধ সাপেক্ষে দুপুর ১২টায় এ সংযোগ দেয় নেসকো কর্তৃপক্ষ। এর আগে গতকাল সোমবার রাত ১০টায় পৌরসভার সড়কবাতি ও পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।

শেরপুরের নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, সোমবার বিকেলে পৌরসভার পক্ষ থেকে নেসকো কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। সেখানে পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। এর ফলে জনস্বার্থ বিবেচনায় রাতেই সড়কবাতি ও পাম্প হাউসে, পরে আজ ফি পরিশোধ করায় পৌরভবনে পুনঃসংযোগ দেয় নেসকো।

এ বিষয়ে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, ‘প্রায় দুই যুগ ধরে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া চলছে। বিভিন্ন সময়ে কিছু কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার ২ বছরে প্রায় ২০ লাখ টাকা পরিশোধ করার পরও এই বকেয়া রয়েছে। আগামী দিনে চলতি বিলের সঙ্গে কিস্তিতে বকেয়া পরিশোধ করা হবে।

 ১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৯৬১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সোমবার সকালে শেরপুর পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। এর ফলে সন্ধ্যায় শহরজুড়ে অন্ধকার নেমে আসে। লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ে। সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে কাজ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও বন্ধ ছিল নাগরিক পরিষেবা। অবশেষে উভয়পক্ষের সমঝোতার কারণে ভোগান্তির অবসান হলো।

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল