পৌরসভা-নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) সমঝোতায় বিদ্যুতের পুনঃসংযোগ লেগেছে শেরপুর পৌরসভার ভবনে। আজ মঙ্গলবার পুনঃসংযোগ ফি পরিশোধ সাপেক্ষে দুপুর ১২টায় এ সংযোগ দেয় নেসকো কর্তৃপক্ষ। এর আগে গতকাল সোমবার রাত ১০টায় পৌরসভার সড়কবাতি ও পানির পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়।
শেরপুরের নেসকোর নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল জলিল বলেন, সোমবার বিকেলে পৌরসভার পক্ষ থেকে নেসকো কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়। সেখানে পর্যায়ক্রমে অল্প সময়ের মধ্যে কিস্তিতে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়। এর ফলে জনস্বার্থ বিবেচনায় রাতেই সড়কবাতি ও পাম্প হাউসে, পরে আজ ফি পরিশোধ করায় পৌরভবনে পুনঃসংযোগ দেয় নেসকো।
এ বিষয়ে শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা বলেন, ‘প্রায় দুই যুগ ধরে পৌরসভার বিদ্যুৎ বিল বকেয়া চলছে। বিভিন্ন সময়ে কিছু কিছু বকেয়া পরিশোধ করা হয়েছে। আমি নির্বাচিত হওয়ার ২ বছরে প্রায় ২০ লাখ টাকা পরিশোধ করার পরও এই বকেয়া রয়েছে। আগামী দিনে চলতি বিলের সঙ্গে কিস্তিতে বকেয়া পরিশোধ করা হবে।
১ কোটি ৩৪ লাখ ৬০ হাজার ৯৬১ টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে সোমবার সকালে শেরপুর পৌরসভার সংযোগ বিচ্ছিন্ন করেছে নেসকো। এর ফলে সন্ধ্যায় শহরজুড়ে অন্ধকার নেমে আসে। লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ে। সোমবার ও মঙ্গলবার দুপুর পর্যন্ত মোমবাতি জ্বালিয়ে কাজ করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। এ ছাড়াও বন্ধ ছিল নাগরিক পরিষেবা। অবশেষে উভয়পক্ষের সমঝোতার কারণে ভোগান্তির অবসান হলো।