হোম > সারা দেশ > নাটোর

বড়াইগ্রামে ‘মিথ্যা মামলা’ দিয়ে গ্রামবাসীকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে জনবসতিপূর্ণ এলাকায় এক ওষুধ কোম্পানির কারখানা চালু করায় গ্রামবাসী প্রতিবাদ করেন। এর জেরে গ্রামবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে এতে মানববন্ধন করেছেন তাঁরা। 

আজ মঙ্গলবার উপজেলার গড়মাটি এলাকার বাসিন্দারা জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে ওই ওষুধ কোম্পানির বিরুদ্ধে এই কর্মসূচির আয়োজন করে। এতে অংশ নেন ওই গ্রামের দুই শতাধিক নারী-পুরুষ। মানববন্ধনে ভুক্তভোগী সাইদুর রহমান সেন্টু, রওশন আলম, আম্বিয়া বেগম, তানিয়া বেগম ও ওষুধ কোম্পানির কর্মী জাহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। 

সাইদুর রহমান সেন্টু বলেন, কয়েক বছর আগে গড়মাটি গ্রামে আবাসিক এলাকায় মোজাফ্ফর হোসেন জেনি আয়ুর্বেদিক ল্যাবরেটরিজ নামে একটি ওষুধ কারখানা চালু করেন। তিনি এ কারখানার বর্জ্য ও দূষিত পানি ফেলে আশপাশের পরিবেশ দূষণ করেন। এখানে এর আগে র‍্যাব অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ওষুধ জব্দ করাসহ কারখানা সিলগালা করে দেয়। কিন্তু কিছুদিন পর তারা পুনরায় কারখানা চালু করেন। 

গ্রামবাসী পরিবেশ দূষণ ও যৌন উত্তেজকসহ নকল ওষুধ তৈরির প্রতিবাদ করলে মোজাফ্ফর হোসেন ও তার জামাতা আবু জাফর ছিনতাই, মাছ চুরি, ইভটিজিংসহ নানা অভিযোগে গ্রামের ২ শতাধিক নিরীহ মানুষের নামে আটটি মামলা করেন। এমনকি ষাটোর্ধ্ব দুই আপন ভাই ও তাদের মামার নামে ইভটিজিংয়ের মামলা দিয়ে হয়রানি করেন। তার মামলা থেকে প্রবাসীরাও রেহাই পায়নি। এ ছাড়া কোম্পানিতে কর্মী নিয়োগের সময় ফাঁকা চেক নিয়ে পরে ইচ্ছামতো টাকার অঙ্ক বসিয়ে মামলা দিয়ে হয়রানি করেন। 

এসব মামলা চালাতে গিয়ে গ্রামের নিরীহ মানুষের পথে বসার উপক্রম হয়েছে। তাঁরা অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার এবং মামলাবাজ মোজাফ্ফরসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ ও নকল ওষুধ তৈরির কারখানা বন্ধের দাবি জানান। অন্যথায় আগামীতে আরও বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুমকি দেন তাঁরা। 

এ বিষয়ে কথা বলার জন্য মোজাফ্ফর হোসেনের মোবাইলে কল দিলে বন্ধ পাওয়া যায়। তবে তারা জামাতা আবু জাফর এসব অভিযোগ অস্বীকার করে বলেন, গ্রামের কিছু লোক আমাদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় তারা এ মানববন্ধন করেছে।

রাজশাহীতে প্রাথমিকের শতভাগ বই পৌঁছেছে, বিদ্যালয়গুলোতে যাচ্ছে নতুন বই

রাবি অফিসার সমিতি নির্বাচন: বিএনপিপন্থীদের নিরঙ্কুশ জয়, জামায়াতপন্থীদের ভরাডুবি

বিএনপিতে বিরোধ: রাজশাহীর ৪টি আসনে কোন্দল প্রকাশ্যে

তিনটি গরুর সঙ্গে মোটরসাইকেলের তেলও নিয়ে গেছে চোরেরা

তারেক রহমানের প্রত্যাবর্তন: বিএনপির নেতা-কর্মীদের বহনে পশ্চিমে চার জোড়া বিশেষ ট্রেন

চোর সন্দেহে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন: মবের ভুক্তভোগীকে জেল, হাসপাতালে মৃত্যু

কাজ করার পরেও ডিস্টার্ব করতে আসলে ১, ২, ৩, ৪ করে দেব: জিএস আম্মার

‘ছাত্রদল আপনার মতো আম্মারকে ৩০ মিনিটে বের করে দিতে সক্ষম’, ভিডিও ভাইরাল

প্যারোলে মুক্তি পেয়ে বাবার শেষকৃত্যে অংশ নিলেন আওয়ামী লীগ নেতা প্রদ্যুৎ কুমার

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়