হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাবের অভিযানে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সীমান্ত এলাকার একটি গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে এক লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় বাড়ির মালিক কাজিম উদ্দিন ওরফে তৈয়ব (৪৪) ও তার ছেলেকে (অপ্রাপ্তবয়স্ক) আটক করা হয়েছে। 

র‍্যাব-৫ এর বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাব জানায়, ভারত থেকে সীমান্ত পার করে এসব হেরোইন অভিনব কায়দায় ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো হেরোইনগুলো। খবর পেয়ে র‍্যাব সদস্যরা পদ্মা নদী পার হয়ে বাড়িটি ঘেরাও করেন। এরপর তৈয়বের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে ২০০ গ্রাম হেরোইন বের করে দেয়। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যায় আরও পাঁচ কেজি হেরোইন। 

র‍্যাব আরও জানায়, বাড়িটি থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। কোন দিন কার কাছে কত পরিমাণ হেরোইন পাঠানো হয়েছে তা এই ডায়েরিতে লেখা আছে। এটি ধরে মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে। আর গ্রেপ্তার বাবা ও ছেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা