হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাবের অভিযানে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সীমান্ত এলাকার একটি গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে এক লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় বাড়ির মালিক কাজিম উদ্দিন ওরফে তৈয়ব (৪৪) ও তার ছেলেকে (অপ্রাপ্তবয়স্ক) আটক করা হয়েছে। 

র‍্যাব-৫ এর বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাব জানায়, ভারত থেকে সীমান্ত পার করে এসব হেরোইন অভিনব কায়দায় ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো হেরোইনগুলো। খবর পেয়ে র‍্যাব সদস্যরা পদ্মা নদী পার হয়ে বাড়িটি ঘেরাও করেন। এরপর তৈয়বের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে ২০০ গ্রাম হেরোইন বের করে দেয়। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যায় আরও পাঁচ কেজি হেরোইন। 

র‍্যাব আরও জানায়, বাড়িটি থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। কোন দিন কার কাছে কত পরিমাণ হেরোইন পাঠানো হয়েছে তা এই ডায়েরিতে লেখা আছে। এটি ধরে মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে। আর গ্রেপ্তার বাবা ও ছেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে