হোম > সারা দেশ > রাজশাহী

র‍্যাবের অভিযানে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার, বাবা-ছেলে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর সীমান্ত এলাকার একটি গ্রামে অভিযান চালিয়ে পাঁচ কোটি টাকার হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার ভোরে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসির একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ি থেকে এক লাখ ১০ হাজার টাকা জব্দ করা হয়েছে। 

এ ঘটনায় বাড়ির মালিক কাজিম উদ্দিন ওরফে তৈয়ব (৪৪) ও তার ছেলেকে (অপ্রাপ্তবয়স্ক) আটক করা হয়েছে। 

র‍্যাব-৫ এর বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে। 

র‍্যাব জানায়, ভারত থেকে সীমান্ত পার করে এসব হেরোইন অভিনব কায়দায় ওই বাড়িতে লুকিয়ে রাখা হয়েছিল। দেশের বিভিন্ন স্থানে পাঠানো হতো হেরোইনগুলো। খবর পেয়ে র‍্যাব সদস্যরা পদ্মা নদী পার হয়ে বাড়িটি ঘেরাও করেন। এরপর তৈয়বের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে সে প্রথমে ২০০ গ্রাম হেরোইন বের করে দেয়। পরে আরও জিজ্ঞাসাবাদ করলে পাওয়া যায় আরও পাঁচ কেজি হেরোইন। 

র‍্যাব আরও জানায়, বাড়িটি থেকে একটি ডায়েরি উদ্ধার করা হয়েছে। কোন দিন কার কাছে কত পরিমাণ হেরোইন পাঠানো হয়েছে তা এই ডায়েরিতে লেখা আছে। এটি ধরে মাদক চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারের চেষ্টা করা হবে। আর গ্রেপ্তার বাবা ও ছেলের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার