নাটোরে নলডাঙ্গায় ট্রেনে কেটে পড়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে তিনি মারা যান।
নিহত ব্যক্তির নাম পলাশ খাঁ (৪০)। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন। নিহত ব্যক্তি বাগমারা উপজেলা হামিরকুৎসার কোনাবাড়িয়া গ্রামের মৃত আব্দুল রাজ্জাকের ছেলে।
সান্তাহার রেলওয়ে থানা-পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বীরকুৎসা স্টেশনের উত্তরে রেললাইনে বসে ছিলেন। এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী আন্তনগর দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান পলাশ। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।